পার্কস্ট্রিট ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকে জল জমে সোমবার দীর্ঘক্ষণ কাটা সার্ভিস চালাতে হয়েছে কর্তৃপক্ষকে। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হয়। এক্ষেত্রে কলকাতা পুরসভার নিকাশি ব্যবস্থায় লিকেজের কারণেই এই ঘটনা বলে দাবি মেট্রো কর্তৃপক্ষের। পালটা মেট্রোর সেই দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং।এই বিষয়ে মেট্রোর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়েছে, সকালে প্রবল বৃষ্টির মধ্যে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যবর্তী ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে কারণে সোমবার মেট্রো পরিষেবা ব্যাহত হয়। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনেও জল জমে যায়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্রথমে কাবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক মেট্রো স্টেশনগুলির মধ্যে কাটা পরিষেবা চালানো হয়৷ পাশাপাশি পাম্পের সাহায্যে ট্র্যাকে জমে থাকা জল সরাতে ঘটনাস্থলে ছুটে যান মেট্রোর আধিকারিক ও কর্মীরা। কিন্তু সেই সময়ে যেহেতু প্রবল বর্ষণ হচ্ছিল এবং পার্ক স্ট্রিট, ময়দান এবং এসপ্ল্যানেডের আশেপাশের এলাকাগুলি জলের তলায় ছিল, তাই সেই সময়ে ট্র্যাকবেড থেকে জল পাম্প করতে তাঁদের অসুবিধার সম্মুখিন হতে হয়৷ তা সত্ত্বেও, মেট্রো কর্মীরা ট্র্যাকবেড থেকে জল বের করতে সক্ষম হন এবং পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হয়। অবশেষে ১২টা ৫ মিনিটে ব্লু লাইনের সমগ্র অংশে স্বাভাবিক মেট্রো পরিষেবা চালু হয়।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানাচ্ছে, এরপর অফিসার এবং ইঞ্জিনিয়ররা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেখেন যে কলকাতা পুরসভার স্যুয়ারেজ লাইনে ফুটো রয়েছে। আর তার জেরেই এই জল জমে গিয়েছে বলে দাবি মেট্রোর কর্তৃপক্ষের। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষ আরও জানাচ্ছে, এরপর অফিসার এবং ইঞ্জিনিয়ররা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেখেন যে কলকাতা পুরসভার স্যুয়ারেজ লাইনে ফুটো রয়েছে। আর তার জেরেই এই জল জমে গিয়েছে বলে দাবি মেট্রোর কর্তৃপক্ষের। ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ।
যদিও মেট্রোর এই বক্তব্য পুরোপুরি খারিজ করে দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) তারক সিং। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বাজে কথা। ইতিহাসে প্রথম এত বৃষ্টি হল কলকাতায়। ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাড়ে ৩ হাজার মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতায়। গড়ে দেড়শ মিলিমিটার। কলকাতা শহরটা তো আমাদেরও। আমরা কি চাইব মেট্রোতে জল ঢুকে যাক? ওরা যদি প্রমাণ করতে পারে আমাদের লিকেজের জন্য হয়েছে, তাহলে যে টাকা ওদের ক্ষতি হয়েছে সব দিয়ে দেব। প্রমাণ করুক, নয়তো ক্ষমা চেয়ে নিক।’