Mamata Banerjee Rally : প্রতিকূল আবহাওয়ার জের! বদল মমতার কর্মূসচিতে, বাতিল অভিষেকের পদযাত্রা – mamata banerjee lok sabha election rally schedule changed for remal cyclone


প্রতিকূল আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সময় পরিবর্তন করা হল। আজ, সোমবার বড়বাজারে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেই সভার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পদযাত্রা ছিল বেলেঘাটা থেকে মানিকতলা ক্রসিং পর্যন্ত। পদযাত্রার সময় পরিবর্তন করে নতুন সময় দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা। এদিকে বাতিল করা হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাও।সোমবার বড়বাজারের সত্যনারায়ণ পার্কে সন্ধ্যে সাড়ে ছয়টা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সভা রয়েছে। উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই সভা করবেন তিনি।


তার আগে দুপুর তিনটে নাগাদ গান্ধী ভবন বেলেঘাটা থেকে মানিকতলা ক্রসিং পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী নিজে সেই পদযাত্রায় থাকবেন বলে জানা যায়। তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে সেই পদযাত্রার সময় পিছিয়ে দেওয়া হয়।

Mamata Banerjee : ‘দু একজন এর মধ্যেও দুষ্টুমি করছে…’, মন্তব্য মমতার

বড়বাজারে সন্ধ্যা সাড়ে ছয়টার সভা শুরু হবে সন্ধ্যায় ছয়টা থেকে। দুপুর তিনটের সময় পদযাত্রা বাতিল করা হয়েছে। সেই পদযাত্রা একই রুটে সন্ধ্যে সাতটা থেকে করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, নিজের কেন্দ্রে একটি পদযাত্রা করার কথা ছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতায় জোড়া বটতলা থেকে নতুন রাস্তার মোড় পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল। সেই পদযাত্রা প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল করে দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *