Narendra Modi Rally : ৩৭ বছর পর অশোকনগরে প্রধানমন্ত্রী, প্রতিকূল আবহাওয়ায় মোদীর সভার আয়োজনে বিপত্তি – pm narendra modi rally stage affected for cyclone remal at ashoknagar ahead lok sabha election


মঙ্গলবার ২৮ মে উত্তর ২৪ পরগনার অশোকনগরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপ্তম দফার আগে শেষবারের জন্য রাজ্যের প্রচারে আসছেন তিনি। তবে, রিমেল ঝড়ের কারণে মোদীর সভামঞ্চ প্রস্তুতিতে বেগ পেতে হচ্ছে। ঘূর্ণিঝড় রিমেল স্থলভাগে আছড়ে পড়ার মাঝেই, দুর্যোগ ও বৃষ্টি মাথায় করেই যুদ্ধকালীন তৎপরতায় রাত জেগে চলেছে কাজ।অশোকনগরে একদিকে তৈরি হচ্ছে হেলিপ্যাড, অন্যদিকে চলছে সভা মঞ্চ তৈরির কাজ। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরেই প্রায় ৩৭ বছর পর দেশের প্রধানমন্ত্রী আবারও পা রাখবেন অশোকনগরে। জানা যায়, ১৯৮৭ সালে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী কিছু সময়ের জন্য এসেছিলেন অশোকনগরে। তারপর আবার ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রচারে অশোকনগরে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই অশোকনগর হরিপুর ময়দানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সভাস্থল তৈরির কাজ, তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া। ইতিমধ্যেই মাঠেও জমেছে জল।

কিন্তু সব বাধা অতিক্রম করেই রেইনকোট পড়ে কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা। প্রধানমন্ত্রী সভাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে করা হচ্ছে দুটি হেলিপ্যাড গ্রাউন্ড। যেখানে নামার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ইতিমধ্যেই বায়ুসেনার তরফে মহড়া চললেও, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কিভাবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ল্যান্ড করবে, তা নিয়েই এখন সবচেয়ে দুশ্চিন্তায় পড়েছেন প্রশাসনের কর্তারা। হেলিপ্যাড গ্রাউন্ডে থাকা বায়ুসেনার আধিকারিকেরাও বিষয়টি নিয়ে যথেষ্টই চিন্তিত। যদিও, আজকের মধ্যেই কাজ শেষ হবে বলেই জানালেন হেলিপ্যাড তৈরির দায়িত্বে থাকা কর্মীরা।

PM Modi Gurudwara Patna Sahib : নিজে হাতে রান্না করে গুরুদ্বারে লঙ্গর সেবায় নরেন্দ্র মোদী

শুধু তাই নয়, অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গনে যেখানে প্রধানমন্ত্রী নামবেন সেখান থেকে সভাস্থল পর্যন্ত কংক্রিটের রাস্তার দু’ধারেও কয়েক কিলোমিটার জুড়ে করে দেওয়া হচ্ছে ব্যারিকেট। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণেই এমন আয়োজন বলেই জানা গিয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের তরফ থেকে দাবি করা হচ্ছে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে প্রধানমন্ত্রীর এই সভাস্থলে। সেই জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তায় কোনরকম খামতি রাখতে নারাজ প্রশাসন।

তিন লাখ মার্জিনে হারবেন রেখা! শাহজাহান-বাণীতে তুঙ্গে বিতর্ক
২৮ শে মে দুপুর দুটোয় সভা মঞ্চে ওঠার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিনও বৃষ্টি মাথায় করেই সভাস্থল তৈরির কাজ দেখতে উৎসাহী মানুষদেরও ভিড় চোখে পড়ল হরিপুর ময়দানে। বিজেপির তরফ থেকেও জানানো হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আসাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি যথেষ্টই উচ্ছ্বসিত এলাকাবাসীরাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *