Saugata Roy : বৃষ্টি মাথায় করে এলাকা পরিদর্শনে সৌগত – dumdum trinamool candidate saugata roy visit local area in middle of cyclone remal watch video


Embed

রবিবার রাতভর চলেছে ঘূর্ণিঝড়ের তাণ্ডব। সেই সঙ্গে হয়েছে বৃষ্টিও। রবিবারের পর সোমবার সকাল থেকেই জেলায় জেলায় দমকা হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। সোমবার দিনভার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। আর এই বৃষ্টি মাথায় করেই এলাকা পরিদর্শনে বেরিয়েছেন সৌগত রায়। কোথায় কোথায় জল জমেছে তা দেখতেই বেরিয়েছেন তিনি। মাথায় ছাতা, জমা জল ঠেলেই অলিগলিতে ঘুরলেন সৌগত রায়। টানা বৃষ্টির জেরে জলমগ্ন কলকাতা সহ পার্শ্ববর্তী বহু এলাকা। দমদম ৪ নম্বর ওয়ার্ডেও জল জমার ছবি ধরা পড়েছে। কোথাও বেশি জল তো কোথাও কম জল জমেছে। আর সেই সমস্ত এলাকা পরিদর্শনেই বেরিয়ে পড়েছেন সৌগত রায়। বিনোদন, দেশ, বিদেশ, রাজ্য রাজনীতি নিয়ে সমস্ত প্রকার খবরে আপডেটেড থাকতে আপনাদের চোখ রাখতে হবে এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *