Wbsedcl Complaint Number,রিমেল ঝড়ে জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাট, রইল WBSEDCL-এর যোগাযোগ নম্বর – wbsedcl complaint number details for power cut problem due to cyclone remal


রবিবার রাতেই পূর্বাভাস অনুযায়ী ল্যান্ডফল করেছে ঘূর্ণিঝড় রিমেল। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাহত বিদ্যুৎ পরিষেবা। ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে একাধিক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি।বিদ্যুৎ বিপর্যয়ের সবথেকে বেশি খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রাজপুর সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা। তাই সকাল থেকেই পুরসভার কর্মীরা নানান জায়গায় গাছ কাটার কাজ করছেন। রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস জানান, জল জমার সমস্যা এখনও পাওয়া যায়নি। তবে বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে।

কামালগাজিতে নরেন্দ্রপুর থানার সামনে গাছ উপড়ে বিপত্তি। ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়ায় কামালগাজি গ্রীন পার্ক নরেন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন। একাধিক আবাসনের বাসিন্দারা সমস্যায় পড়েছেন। গতকাল রাত্রি দশটার পর থেকে বিদ্যুৎ নেই নরেন্দ্রপুর থানাতেও। ফলে সমস্যায় পড়েছেন থানার পুলিশকর্মীরা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। ইলেকট্রিক না থাকায় পাম্প না চালায় দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এই বিস্তীর্ণ অঞ্চলের বহু বাসিন্দাকে।

Cyclone Remal Update : দুর্যোগের জেরে ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তির ছবি!

বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ জানাতে WBSEDCL-এর ফোন নম্বর

জায়গার নাম ফোন নম্বর
কলকাতা জোন 2262-2641/40
বিধাননগর 2337-1490
দক্ষিণ ২৪ পরগনা 2248-7252
উত্তর ২৪ পরগনা 2593-1841
হাওড়া 2230-0454
হুগলি 2680-8352
বর্ধমান 0342-2662431
মেদিনীপুর 03222-275655
তমলুক 03228-266255
গড়িয়া 2436-6383
বারুইপুর 2433-8288
হাওড়া 2637-6469
হাওড়া 2670-8023
শ্রীরামপুর 2632-6138
চন্দননগর 2683-5814
তারকেশ্বর 3212277734
আরামবাগ 03211-256186
বর্ধমান জোন 0342-2551743
মেদিনীপুর জোন 03222-275499

হুগলি জেলায় ব্যান্ডেল জিটি রোডে মহাত্মা গান্ধী স্কুলের সামনে ভেঙে পড়ে গাছ। বেশ কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় রাস্তা। চন্দননগর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মান্দাতা সাউ খবর পেয়ে ঘটনাস্থলে যান। গাছ ভেঙে পড়ায় বিদ্যুৎ এর তার ছিঁড়ে যায়। ডাকা হয় বিদ্যুৎ দফতরের কর্মীদের। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গাছ কাটা হয়।
অন্যদিকে, বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লক, হাসনাবাদ, বসিরহাট ১ এবং মিনাখাঁ ব্লকের প্রায় ২২ হাজার মানুষকে ত্রান শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি মিনাখাঁর ত্রাণ শিবিরে ভিজিট করেন। উত্তর ২৪ পরগনা জেলা শাসকের দফতরে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

রিমেল-দুর্যোগে কলকাতায় মৃত্যু, বিভিন্ন জেলায় ভেঙে পড়ল একের পর এক গাছ
WBSEDCL তরফে ঝড়ে বিপর্যয়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট হলে 8900793503 / 8900793504 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়াও টোল ফ্রি নম্বর 19121 ফোন করে বিদ্যুতের সমস্যার কথা জানানো যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *