অভিষেক বলেন, ‘আমি বলেছিলাম ২০১৯ সালে যা ফলাফল হয়েছিল, তার থেকে একটি আসন হলেও বাড়বে। মানে ২২ ছিল, খুব খারাপ হলে, পৃথিবী রসাতলে গেলে ২৩ হবে। এখনও পর্যন্ত নয়টি আসনে ভোটদান বাকি আছে। ৩৩টি আসনের মধ্যেই তৃণমূল কংগ্রেস ২৩টি আসন পার করে দিয়েছে।’ এমনকি, এই সংখ্যাটি নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। অভিষেক বলেন, ‘আপনারা সংবাদপত্রে লিখতে হলে লিখুন, চ্যানেলে দেখাতে হলে দেখান, আমি চ্যালেঞ্জ করছি আপনারা আগামী ৪ তারিখ ফলাফল মিলিয়ে নেবেন।’
লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কয়টি আসন পেতে পারে, সেই বিষয়ে একাধিকবার তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল। যদিও, সংবাদমাধ্যমে নির্দিষ্ট করে কোনও সংখ্যা জানাননি তিনি। বাংলার ছয় দফা নির্বাচনের মাঝেই গোটা রাজ্যে প্রায় সব কয়টি আসনের জন্য প্রচার সেরেছেন অভিষেক। এরপর সপ্তম অর্থাৎ শেষ দফা নির্বাচনের আগে বাংলায় তৃণমূল কংগ্রেসের ফল নিয়ে বড় দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার দিনভর নিজের কেন্দ্রেই প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এলাকায় একটি নির্বাচনী জনসভা করেন অভিষেক। এরপর আরও একটি রোড শোতে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই রোড শো থেকেই এই ভবিষ্যদ্বাণী করেন অভিষেক। উল্লেখ্য, একাধিক নির্বাচনী সভা থেকে তিনি বারংবার দাবি করেছেন, এবার কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসবে না। কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার এলে সেখানে বড় নিয়ন্ত্রকের ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেস।