অভিষেক বন্দ্যোপাধ্যায়,বাংলায় ছয় দফাতেই কত আসন তৃণমূলের? বড় দাবি অভিষেকের – abhishek banerjee claimed tmc already got 23 seats in six phases of lok sabha election


বাংলায় ছয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। আর মাত্র একটি দফা বাকি। মোট ৩৩টি আসনে ভোট হয়ে গিয়েছে। এই ৩৩টি আসনের মধ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস কয়টি আসন পেতে পারে? ডায়মন্ড হারবারে নিজের কেন্দ্র থেকে সেই সংখ্যা জনসমক্ষে আনলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।ডায়মণ্ড হারবার লোকসভা কেন্দ্রে কামারপোল পালের মোড় থেকে সরিষা ২৪৬ মোড় পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় একটি রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রোড শোর শেষে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, ‘আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, বাংলায় কয়টি আসন পাবে তৃণমূল? আমি বলেছিলাম, কোনও রাজনৈতিক সভায় বলব। আজকে বলছি, মিলিয়ে নেবেন।’ এরপরেই তৃণমূলের আসন সংখ্যার একটি হিসাব দেন অভিষেক।

অভিষেক বলেন, ‘আমি বলেছিলাম ২০১৯ সালে যা ফলাফল হয়েছিল, তার থেকে একটি আসন হলেও বাড়বে। মানে ২২ ছিল, খুব খারাপ হলে, পৃথিবী রসাতলে গেলে ২৩ হবে। এখনও পর্যন্ত নয়টি আসনে ভোটদান বাকি আছে। ৩৩টি আসনের মধ্যেই তৃণমূল কংগ্রেস ২৩টি আসন পার করে দিয়েছে।’ এমনকি, এই সংখ্যাটি নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। অভিষেক বলেন, ‘আপনারা সংবাদপত্রে লিখতে হলে লিখুন, চ্যানেলে দেখাতে হলে দেখান, আমি চ্যালেঞ্জ করছি আপনারা আগামী ৪ তারিখ ফলাফল মিলিয়ে নেবেন।’

Abhishek Banerjee : ‘ষষ্ঠ দফার আগেই বৃষ্টি, আমাদের জন্য শুভ’ মন্তব্য অভিষেকের

লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কয়টি আসন পেতে পারে, সেই বিষয়ে একাধিকবার তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল। যদিও, সংবাদমাধ্যমে নির্দিষ্ট করে কোনও সংখ্যা জানাননি তিনি। বাংলার ছয় দফা নির্বাচনের মাঝেই গোটা রাজ্যে প্রায় সব কয়টি আসনের জন্য প্রচার সেরেছেন অভিষেক। এরপর সপ্তম অর্থাৎ শেষ দফা নির্বাচনের আগে বাংলায় তৃণমূল কংগ্রেসের ফল নিয়ে বড় দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
‘স্বামীজির মূর্তি আগলে রাখুন’, কলকাতায় BJP-র রোড শো নিয়ে খোঁচা অভিষেকের
মঙ্গলবার দিনভর নিজের কেন্দ্রেই প্রচার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে ডায়মন্ড হারবারের বিষ্ণুপুর এলাকায় একটি নির্বাচনী জনসভা করেন অভিষেক। এরপর আরও একটি রোড শোতে তিনি অংশগ্রহণ করেছিলেন। সেই রোড শো থেকেই এই ভবিষ্যদ্বাণী করেন অভিষেক। উল্লেখ্য, একাধিক নির্বাচনী সভা থেকে তিনি বারংবার দাবি করেছেন, এবার কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার আসবে না। কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার এলে সেখানে বড় নিয়ন্ত্রকের ভূমিকা নেবে তৃণমূল কংগ্রেস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *