ভিডিয়োয় কী রয়েছে?
সোশ্যাল মিডিয়া একটি শেয়ার করা হয়েছে, যার ক্যাপশনে লেখা, ‘লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গের একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা।’
কী ভাবে জানা গেল সত্যতা?
ভিডিয়োটি নজরে আসার পরেই সেটির ফ্যাক্ট চেক করে সংবাদমাধ্যম নিউজ মিটার। আর তাতে দেখা যায়, ভিডিয়োতে যে তা দাবি করা হয়েছে, তা বিভ্রান্তিকর বা মিসলিডিং। নিউজ মিটার প্যাক্ট চেক করে জানতে পারে, শুধু মাত্র নিরাপত্তারক্ষীদের নয়, বিজেপি প্রার্থীর উপরেও হামলা চালান হয়েছে। ভাইরাল ভিডিয়োর রিভার্স ইমেজ সার্চ করে সেই সংক্রান্ত বেশকিছু সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখতে পায় নিউজ মিটার।
ফ্যাক্ট চেক করে নিউজ মিটার জানতে পারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপরে হামলা চালায় উত্তেজিত জনতা। ভিডিয়োতে দেখা যায়, জনতা প্রণত টুডুকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। একইসঙ্গে তাড়া করছে তাঁর নিরাপত্তারক্ষীদের। যদিও প্রণত টুডুর নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যান। এই বিষয়ে একটি জাতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজেপি নেতার গাড়ি ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে একটি সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী বিজেপি প্রার্থী প্রণত টুডু যখন মঙ্গলাপোতায় ২০০ নম্বর বুথ পরিদর্শন করছিলেন, সেই সময় তাঁর উপরে হামলা চালান হয়। এর থেকে নিউজ মিটার এই সিদ্ধান্তে পৌঁছয় যে ওই পোস্টটি আসলে বিভ্রান্তিকর, সেখানে শুধু নিরাপত্তারক্ষী নয়, বিজেপি প্রার্থীর উপরেও হামলা চালান হয়েছিল।
(This story was originally published by NewsMeter and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)