Rain Forecast West Bengal,৫ জেলায় ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস, বর্ষণ হতে পারে কলকাতাতেও, দিনভর কেমন রাজ্যের আবহাওয়া? – west bengal some districts may witness of rain today also after cyclone remal


ঘূর্ণিঝড় ও দুর্যোগের জেরে টানা বৃষ্টির পর মঙ্গলবার কোনও কোনও জায়গায় আকাশে রোদের দেখা মিলেছে। তবে রোদের দেখা মিললেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস এখনও থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার এবং আগামী কয়েকদিনও রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে কমবেশি বৃষ্টির পূর্বাভাস।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হতে পারে বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে এদিন কোনও ঝোড়ো হাওয়ার সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গের বিষয়ে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির কিছু কিছু এলাকায়। ওই সমস্ত জায়গায় জারি থাকছে কমলা সতর্কতা। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পং জেলার কিছু অংশে হতে পারে ভারী বৃষ্টিপাত। সেক্ষেত্রে ওই জেলায় থাকছে হলুদ সতর্কতা।

এদিনও বৃষ্টি হতে পারে শহর কলকাতায়। এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও। তবে লাগাতার বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ অনেকটা নেমে গিয়েছে। এদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৮.৫ ডিগ্রি কম। অন্যদিকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।

তবে শুধু আজই নয়, আগামী আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস মিলছে হাওয়া অফিসের পক্ষ থেকে। সেক্ষেত্রে ২৯, ৩০, ৩১ মে এবং ১ জুন উত্তরবঙ্গে ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও। উল্লেখ্য আগামী ১ তারিখ রয়েছে সপ্তম তথা শেষ দফার ভোট। ওই দিন ভোট বাংলাতেও। সেক্ষেত্রে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ভোটের দিন রাজ্যে বৃষ্টি হতে পারে। ঝড়বৃষ্টিতে মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শই দিচ্ছে হাওয়া অফিস।

এদিকে ঘূর্ণিঝড় রিমেল স্থলভাগে আছড়ে পড়ার পর ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতের পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি পূর্ব-উত্তরপূর্ব দিকে সরে যেতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও দুর্বল হয়ে যেতে পারে। উল্লেখ্য ঘূর্ণিঝড় রিমেলের জেরে শহর কলকাতা ও বিভিন্ন জেলায় ভেঙে পড়েছে প্রচুর গাছ। এমনকী দুর্যোগে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *