Rain In Kolkata : প্রবল বৃষ্টিতে ভাসল শহরের একাধিক রাস্তা, দিনভর ভোগান্তি বাসিন্দাদের – kolkata several roads flooded due to cyclone remal heavy rain


এই সময়: রিমেলের জেরে বৃষ্টির ফলে জল জমলো শহরের বিভিন্ন রাস্তায়। আর ভোগান্তি পোহাতে হলো সাধারণ মানুষকে। পরিসংখ্যান বলছে, রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় গড় বৃষ্টিপাতের হার ছিল ঘণ্টায় ১৫০ মিলিমিটার। সব থেকে বেশি বৃষ্টি হয় বালিগঞ্জে, ২৬৪ মিলি মিটার। ওই একই সময়ে বেহালায় ২০৪ এবং সিপিটি ক্যানাল সংলগ্ন এলাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়।ফলে বিভিন্ন রাস্তায় সকাল থেকে জল জমে যায়। মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘বৃষ্টির সময় হুগলি নদীতে জোয়ার থাকার কারণে লকগেট বন্ধ রাখতে হয়। তাই শহরের রাস্তায় কিছু সময়ের জন্য জল দাঁড়িয়ে ছিল।’ এই দিন সকাল থেকে বালিগঞ্জ, ক্যামাক স্ট্রিট, ল্যান্স ডাউন রোড, তিলজলা, তপশিয়া ঢাকুরিয়া, আলিপুর রোড, খিদিরপুর, বেহালার বিস্তীর্ণ এলাকার রাস্তায় জল জমে ছিল।

উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিট, ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আর্মহার্স্ট স্ট্রিট, শিয়ালদহ, মুক্তারাম বাবু স্ট্রিট, চিত্তরঞ্জন এভিনিউ, মহাত্মা গান্ধী রোড, বড়বাজারের বিস্তীর্ণ এলাকা জমা জলে প্লাবিত হয়। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের জল ঢুকে পড়ে কলকাতা মেডিকেল কলেজ এবং স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন চত্বরে। ফলে এই দুই হাসপাতালে চিকিৎসা করাতে এসে বহু মানুষ বিপাকে পড়েন।

রবিবার রাতে প্রবল বৃষ্টিপাতের ফলে বাইপাস লাগোয়া আনন্দপুর, মাদুরদহ, অহল্যানগর, নিউ গড়িয়া এলাকাও প্লাবিত হয়। এসব জায়গায় একাধিক বেসরকারি হাসপাতাল থাকলেও সে সব হাসপাতালে অবশ্য জল ঢোকেনি। পুরসভার নিকাশি বিভাগের এক আধিকারিক জানান, ইএম বাইপাস লাগোয় বহু এলাকা থেকে বৃষ্টির জল সরাসরি পাম্প করে খালে ফেলা হয়।

বেহালায় রায়বাহাদুর রোড, সন্তোষ রায় রোড আগের মতোই বৃষ্টির জলে প্লাবিত হলেও শীলপাড়াতে কোনও জল জমেনি। অথচ গত বছর পর্যন্ত কলকাতার জলছবির মানচিত্রে শীলপাড়া ছিল একটি পরিচিত নাম। নিকাশি বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, চড়িয়াল লাগোয়া দু’টি পাম্পিং স্টেশন চালু হওয়ায় এই সুফল পাওয়া গিয়েছে। তাঁদের মতে, দক্ষিণ ও উত্তর কলকাতার অন্যান্য এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে হুগলি নদীর লকগেট বন্ধ রাখা।

জলে ডুবে পার্ক স্ট্রিট- এসপ্ল্যানেড স্টেশনের মধ্যবর্তী ট্র্যাক, বন্ধ কলকাতা মেট্রোর একাংশ, চরম ভোগান্তি

রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে লেক কালীবাড়ি, ম্যাডক্স স্কোয়ার, পণ্ডিতিয়া, রোড রোড সহ শহরের একাধিক রাস্তায় গাছ উপড়ে পড়ে। এই সব রাস্তায় এর জেরে যান চলাচল ব্যাহত হয়। পুরসভা সূত্রে জানানো হয়েছে, দ্রুততার সঙ্গে জল সরানোর চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে মঙ্গলবার সকালের মধ্যে সব জায়গা থেকে জল নেমে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *