Special Train : ভোটকর্মীদের সুবিধার্থে সপ্তম দফার আগে স্পেশাল ট্রেন – eastern railway runs special train for lok sabha election 2024 seventh phase poll workers watch video


Embed

১জুন সপ্তম এবং শেষ দফা নির্বাচন। ওই দিন পশ্চিমবঙ্গের মোট ৯টি লোকসভায় রয়েছে ভোট। যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসত, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, মথুরাপুর এবং যাদুবপুরে। সপ্তমদফায় ভোটকর্মীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। ভোটকর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে স্পেশাল ট্রেনের ঘোষণা। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক, কৌশিক মিত্র ঘোষণা করলেন স্পেশাল ট্রেনের কথা। এই ট্রেন গুলি হল- ১ জুন- নামখানা-শিয়ালদা স্পেশাল রাত ১১ টা ৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২ জুন রাত ২ টো ২০ মিনিটে শিয়ালদা এসে পৌঁছবে। ২ জুন- ডায়মন্ড হারবার-শিয়ালদা স্পেশাল রাত ১ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ২ টো ২৭ মিনিটে শিয়ালদায় এসে পৌঁছবে। ২ জুন- ক্যানিং-শিয়ালদা স্পেশাল ১ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ২ টো ৫ মিনিটে শিয়ালদহ আসবে। ২ জুন- বজবজ-শিয়ালদা ইএমইউ লোকাল রাত ১২টা ৫ মিনিটের পরিবর্তে ১২.৩০ মিনিটে ছাড়বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *