Srijan Bhattacharya : হাওয়াই চটি পরেই সৃজন চাইছেন হাওয়া ঘোরাতে – jadavpur lok sabha constituency cpim candidate srijan bhattacharya election campaign


ভেবে দেখেছ কী!
সন্তোষপুরের ১০৩ নম্বর ওয়ার্ডে চলছে যাদবপুর লোকসভায় সিপিএমের প্রচার। প্রচারের শুরুতে বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তাঁকে দেখতে ভিড়ও জমেছে। কিন্তু সর্বত্র দেওয়াল লিখন- ‘লক্ষ্মীর ভাণ্ডার পাই, তাই তৃণমূলকেই চাই।’ তা দেখে সৃজন হাসিমুখে বললেন, ‘ভেবে দেখেছ কী…!’ ‘কী ভাবব?’ পাল্টা প্রশ্ন এক মহিলার।সৃজন বলে চলেন, ‘ভেবে দেখেছ কী… এই যে তোমাদের পাঁচশো হাজার দিচ্ছে। আর জিনিসপত্রের দাম বাড়িয়ে কত হাজার হাজার টাকা তোমাদের থেকে তুলে নিচ্ছে?’ এবার হাসেন ভোটাররাও। সৃজন বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতেই ভোটে দাঁড়িয়েছি। চেষ্টা করো ভোটটা ঠিক জায়গায় দিতে।’

‘আই লাভ ইউ’
প্রচার তখন তুঙ্গে। মিছিল-স্লোগানে মুখরিত। সৃজনকে দেখে এগিয়ে এলেন এক যুবতী। সেলফি তোলার অনুরোধ। কমরেডরা তাড়া দিলেও সৃজন তাঁদের থামিয়ে মোবাইল নিয়ে নিজেই তুলে দিলেন ছবিটা। যুবতী বলে উঠলেন, ‘আমি আপনার সব কথা শুনি। আই লাভ ইউ…!’ সৃজনের মুখে লাজুক হাসি।

হাওয়াই চটিই ভরসা
গরমে গলদঘর্ম অবস্থা। এই গরমে যাদবপুরের বাম প্রার্থীর পায়ে জুতো নেই, আছে হাওয়াই চটি। যে হাওয়াই চটি নিয়ে বামেদের এত স্লোগান, এত মজা-ঠাট্টা, সেই বাম প্রার্থীই কি না হাওয়াই চটিতে পা গলালেন? সৃজন বলেন, ‘গরমে সব সময়েই পরি। তা-ও তো আজকাল বুট পরছি মাঝেমধ্যে, ইউনিভার্সিটির দিনগুলোয় তো তা-ও পরতাম না!’

কাজ চাই, বেতন চাই
সৃজনের প্রচার তখন সন্তোষপুরের অভিজাত এলাকায়। এক ডেলিভারি কর্মী কোনওক্রমে বাইকটা দাঁড় করিয়ে সৃজনের সঙ্গে হাত মেলাতে এগিয়ে এলেন। সৃজন জিজ্ঞাসা করলেন, ‘পড়াশোনা কদ্দুর করেছেন?’ ডেলিভারি বয়ের জবাব, ‘গ্র্যাজুয়েট হয়েছি দাদা।’ কাঁধে হাত দিয়ে সৃজন বললেন, ‘আপনার কাজটা ছোট নয়। কিন্তু গ্র্যাজুয়েট হয়েও আপনি যে বেতন পান, সেটা আপনার যোগ্য নয়। আমরা চাই যে যতদূর পড়াশোনা করেছেন, তার ততদূর পর্যন্ত যোগ্য চাকরি-বেতন হোক।’
CPIM : নায়ক তো মানুষ, আশায় জোটপ্রার্থী

প্রচারে আদর বেশি!
প্রাক্তন ছাত্রনেতার কোনটা পছন্দ? ভোট প্রচার নাকি এসএফআইয়ের হয়ে আন্দোলন? সৃজন বলেন, ‘এসএফআই সব সময়ে আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। তবে এসএফআইয়ের আন্দোলন ছিল শাসকের কাছে দাবি পৌঁছনোর। আর ভোটের প্রচারে মানুষের কাছে পৌঁছনো যায়। এসএফআইয়ের মিছিলে পেয়েছি পুলিশের লাঠি। ভোটের প্রচার পাচ্ছি মানুষের আদর!’

‘জিততেই হবে’সৃজনের মিছিল তখন রাজপথে। কেউ বাসের জানলা থেকে হাত বাড়িয়ে, কেউ প্রাইভেট গাড়ির কাচ খুলে, কেউ রিকশা থেকে হাত মেলাচ্ছেন। স্কুটিতে বসে এক তরুণ সৃজনের হাত শক্ত করে ধরলেন। তার বলে চললেন, ‘সৃজনদা এবার জিততেই হবে গো… জিততেই হবে। অনেক হয়েছে!’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *