Zee Bangla Tv Serial,জমজমাট মোহনা-সায়নের কেমিস্ট্রি, কাছে কে আসবে প্রথম – zee bangla start a new serial ke prothom kache esechi from yesterday watch video


Embed

জি বাংলায় গতকাল সন্ধ্যে ৬.৩০টা থেকে শুরু হয়ে গিয়েছে নতুন ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’। ‘গৌরী এল’ সিরিয়ালের পর ফের ছোটপর্দায় কামব্যাক করলেন অভিনেত্রী মোহনা মাইতি। প্রথম প্রোমোও ইতিমধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছে দর্শকদের মধ্যে। এই ধারাবাহিকে অভিনেত্রী মোহনাকে দেখা যেতে চলেছে একজন সিঙ্গল মাদারের ভূমিকায়। আর এবার তাঁর সঙ্গে জুটি বেধেছেন টেলি দুনিয়ার আরও এক জনপ্রিয় অভিনেতা সায়ন বসু। এই ধারাবাহিকের গল্প এগোবে বছর পাঁচের এক শিশুকন্যা মিহিকে নিয়ে তাঁর মায়ের একা লড়াইকে ঘিরে। একজন একা মা কী ভাবে সমাজের সব প্রতিকূলতাকে কাটিয়ে মেয়েকে বড় করে তুলবে সেটিই তুলে ধরা হবে এখানে। গ্রিন রুমে জমেছিল এই সময় ডিজিটালের সঙ্গে আড্ডা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *