মমতা বন্দ্যোপাধ্যায়,‘আমাকে, অভিষেককে গ্রেফতার করবে…ভয় পাই না’, BJP-র বিরুদ্ধে হুংকার মমতার – mamata banerjee express fear of arresting her and abhishek banerjee at lok sbaha election rally


আট মাস আগে তৃণমূল ছাত্র পরিষদের ২৫ তম প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে আশঙ্কার কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। লোকসভা নির্বাচনের শেষলগ্নে এসে ফের সেই আশঙ্কার কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সপ্তম দফার নির্বাচনের আগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে মমতা বলেন, ‘বলছে আমাকে, অভিষেককে গ্রেফতার করবে। করে দেখাও না? কত জেল আছে দেখব। কী হয় তুমি দেখো!’ অভিষেককে পাশে নিয়ে এদিন মমতা বলেন, ‘একটা প্রধানমন্ত্রী, হাঁটুর বয়সি ছেলের সঙ্গে রাজনীতি করছে। ওঁর পিছনে লাগছে। ও কিন্তু অনেক ছোটবেলা থেকে রাজনীতি বুঝে গিয়েছে। ও আড়াই বছর বয়স থেকে এটা করছে। সিপিএম যখন আমাকে মেরেছিল, আমার মাথা ফেটে গিয়েছিল। সেটা দেখে একটা পতাকা হাতে তুলে নিয়ে ও বলত, দিদিকে মারলে কেন? সিপিএম জবাব দাও৷’

এদিনের মঞ্চ থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজনীতি করার নামে মিথ্যা কথা বলবেন না। রাজনীতি করা আপনাকে মানায় না। এত মিথ্যা কথা, এত নাটক, এত জুমলাবাজি, এত ছলনা হবে না।’

‘চেয়ার ছেড়ে আপনার দেবতার মন্দিরেই ঢুকে যাওয়া উচিত’ কটাক্ষ মমতার

মমতার কথায়, ‘আপনাদের এবার সিদ্ধান্ত নিতে হবে, মোদীকে আপনারা হটিয়ে দেবেন নাকি দেবেন না। যদি মোদীকে সরাতে চান, তাহলে সব দলকে ছেড়ে দিন , আমরাই বিজেপির বিরুদ্ধে রাজ্যে লড়ছি। বাংলায় রয়াল বেঙ্গল টাইগারের মতো আমরা বিজেপির সঙ্গে লড়ছি।’

Mamata Banerjee : ‘বুঝে গিয়েছেন হেরে যাচ্ছেন…’, বাংলায় সেরা ফল নিয়ে মোদীর দাবির পালটা মমতা
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই প্রথম নির্বাচনী প্রচারে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা অভিষেকের পাশাপাশি এদিনের মঞ্চ থেকে সাংসদ অভিষেকের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। মমতা বলেন, ‘ও নিজের সাংসদ এলাকার কথা খুব ভাবে। ওঁকে আমি মাঝে মাঝে বলি, তুই পারিসও। তোর মতো নিজের সংসদীয় এলাকা এত ভালো ভাবে কেউ দেখতে পারবে না। এটা ভালোই কাজ।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *