মমতার দাবি, ‘কিছু কিছু জায়গায় বিজেপির সঙ্গে সিপিএমের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। একটা জায়গার নাম আমি বলে দিতে পারি, দমদম।’ কী ‘সেটিং’ হয়েছে এখানে? মমতা বলেন, ‘ওখানে সিপিমের যে প্রার্থী হয়েছেন, তাঁর সঙ্গে বিজেপির সেটিং হয়েছে, লোকসভায় ভোটটা সিপিএম বিজেপিকে দেবে, আর ওখানে একটা বিধানসভা নির্বাচন (বরানগর উপনির্বাচন) আছে, সেখানে বিজেপি ভোটটা সিপিএমকে দেবে।’
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যের দুটি জায়গায় বিধানসভা উপ নির্বাচন ছিল। একটি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা কেন্দ্রে। আরেকটি বিধানসভা উপনির্বাচন রয়েছে বরানগর কেন্দ্রে। বরানগর কেন্দ্রের জয়ী বিধায়ক তাপস রায় লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তিনি উত্তর কলকাতা আসন থেকে লোকসভায় লড়ছেন। ফলত, লোকসভা নির্বাচনের সঙ্গেই এবার বরানগর কেন্দ্র বিধানসভা নির্বাচন হতে চলেছে।
একাধিক নির্বাচনী সভা থেকে এর আগেও রাজ্যে সিপিএম, কংগ্রেস এবং বিজেপির মধ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী একটি ‘আঁতাত’ রয়েছে বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি রাজনৈতিক দলকে ‘জগাই, মাধাই, গদাই’ বলে একযোগে কটাক্ষ করেছেন তিনি। এবার নির্দিষ্ট একটি লোকসভা এবং বিধানসভা কেন্দ্রে বিজেপি-সিপিএমের সরাসরি ‘সেটিং’ হয়েছে বলে দাবি করলেন তিনি।
বিষয়টি নিয়ে সিপিএম নেতা তথা প্রার্থী সুজন চক্রবর্তী একটি সংবাদমাধ্যমে দাবি করেছেন, এই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় দমদম লোকসভা কেন্দ্রে প্রচারে এসে বলেননি কেন? তাহলে কি এর মধ্যে অন্য কোনও অঙ্ক রয়েছে? মুখ্যমন্ত্রীর ‘ইন্টেলিজেন্স রিপোর্ট’ ফেল করেছে বলেও দাবি করেন তিনি। বুধবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষের প্রচারে বারুইপুরে একটি নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।