সান্দাকফুতে ট্রেকিংয়ে গিয়ে মৃত্যু হলো উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের যুবকের। বন্ধুদের সঙ্গে সান্দাকফুর উদ্দেশে রওনা দিয়েছিল বছর ২৯ এর যুবক তন্ময় কুণ্ডু। টুমলিংয়ে পৌঁছে রাত টুমলিংয়ে কাটিয়ে পরদিন তাঁরা সান্দাকফুতে পৌঁছন। তারপর সান্দাকফু থেকে মানেভঞ্জন হয়ে শিলিগুড়িতে ফেরা পথে ঘটে বিপত্তি। প্রথমে পেটে ব্যথা, পরে শ্বাসকষ্ট শুরু হয়। তারপরেই সব শেষ।
Source link
