Debolina Dutta Dhanyee Meye Drama,ধন্যি মেয়ে দেবলীনা! জয়া ভাদুরীর সারল্য পারবেন ফেরাতে? – debolina dutta on playing the part of jaya bachchan in the play adaptation of bengali hit movie of uttam kumar dhanyee meye


Embed

বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক অনন্য ছবি ধন্যি মেয়ে। ১৯৭১ সালে মুক্তি পাওয়া এই ছবিতে উত্তম কুমার-সাবিত্রী চট্টোপাধ্যায়ের সেই দুর্ধর্ষ অভিনয়ের সঙ্গে রীতিমতো পাল্লা দেন প্রায় নবাগতা জয়া ভাদুরী। হ্যাঁ, তখনও তিনি জয়া বচ্চন হননি (Debolina Dutta in Dhanyee Meye Play)। ফুটবল নিয়ে বাঙালির উন্মাদনা কোন পর্যায়ে পৌঁছাতে পারে, এই ছবি তারই এক মোক্ষম উদাহরণ ছিল। এবার সেই ধন্যি মেয়েকে মঞ্চে নিয়ে আসার বড় চ্যালেঞ্জ হাতে তুলে নিলেন বাপ্পা। আর মঞ্চে মনসার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী দেবলীনা ঘোষকে। সিলভার স্ক্রিন থেকে এবার নাটকের মঞ্চে স্বর্ণযুগের সিনেমা ধন্যি মেয়ে। জয়া বচ্চনের ভূমিকায় অভিনয় করছেন বাঙালি অভিনেত্রী দেবলীনা দত্ত। সিনেমার প্রতিটি চরিত্রই থাকছে নাটকে। ফোনেই খানিক কথা চলল এই সময় ডিজিটালের প্রতিনিধির সঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *