Kedarnath Temple Tour by Cycle : বাবার টানে সাইকেলে কেদারনাথ ভ্রমণ – kedarnath temple tour by cycle hooghly resident shubha das shared his experience for details watch video


Embed

চুঁচুড়ার কামারপাড়ার শুভ দাস ছোট থেকেই মহাদেবের ভক্ত। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে জল ঢালতে একবার তারকেশ্বর মন্দিরে গিয়েছিলো আর সেখান থেকেই তার মহাদেবের প্রতি ভক্তি বাড়ে বলে জানান তিনি। তারপর থেকেই দীর্ঘদিন ধরে ইচ্ছা ছিল কেদারনাথ পৌঁছে সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবে। তবে আর্থিক প্রতিকূলতা তার কাছে বাঁধা হয়ে দাঁড়ায় বারংবার। সকাল বিকেল চায়ের গুমটি দোকান চালায় আর অবসর সময়ে একটি পুরোনো টোটো কিনে চালিয়ে।তাতে যা উপার্জন হয় তা থেকেই কিছুটা সঞ্চয় করে ও কিছুটা লোন নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয় শুভ।গত ১৪ই এপ্রিল একটি সাধারণ সাইকেল নিয়ে রওনা দেন কেদারনাথের উদ্দেশ্যে। পথে পড়েছে নানান বিপত্তি, কখনো রাত কাটাতে হয়েছে ফাঁকা রাস্তায় কখনো আবার কোন সহৃদয় মানুষ জায়গা দিয়েছিলেন নিজের বাড়িতে, এমনটাই জানালেন তিনি। প্রতিকূলতা পেরিয়ে একজন ভক্তের ভক্তি পৌঁছে দিয়েছে শুভ কে কেদারনাথ মন্দিরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *