Kolkata Traffic Update,শহরে আজ একগুচ্ছ কর্মসূচি মুখ্যমন্ত্রীর, কতটা প্রভাব পড়বে আজ কলকাতায় যান চলাচলে? – chief minister mamata banerjee election campaign in kolkata know the traffic updates in details watch video


Embed

শেষ দফা লোকসভা নির্বাচনের আগে জোর প্রচার চালাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর কলকাতাতে এক গুচ্ছ কর্মসূচি রয়েছে আজ মুখ্যমন্ত্রীর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার কথা মাথায় রেখে আজকেও শহর কলকাতা জুড়ে থাকছে,পর্যাপ্ত পুলিশ বলে জানা গিয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকেও একাধিক রাস্তায় আজ নজর রাখা হবে যানবাহনের গতি প্রকৃতির ওপর। সাথে চলবে নাকা চেকিং বলে খবর মিলেছে। শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং পদযাত্রার জেরে ঠিক কোন কোন রাস্তায় প্রভাব পড়তে পারে, কোন কোন রাস্তায় এড়িয়ে চলবেন; তা এক নজরে দেখে নিন এই ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *