Mamata Banerjee : যে পথে রোড শো মোদীর, সেই রাস্তাতে আজ মমতা – lok sabha election 2024 cm mamata banerjee will march from shyambazar to swami vivekananda house today


এই সময়: শ্যামবাজার থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত আজ, বুধবার পদযাত্রা করে তৃণমূলের শক্তি দেখাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়নরেন্দ্র মোদী এই পথেই সোমবার রোড-শো করেছেন। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জোড়াফুল প্রার্থী মালা রায়ের সমর্থনে বেহালার সভায় সোমবার এই কর্মসূচির কথা ঘোষণা করেছেন মমতা। ডায়মন্ডহারবার লোকসভার অন্তর্গত মেটিয়াবুরুজ বিধানসভায় আজ, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা করবেন।মেটিয়াবুরুজে জনসভা সেরেই শ্যামবাজারে পৌঁছে যেতে পারেন তৃণমূলনেত্রী। সেখান থেকে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত এই মেগা মিছিলের কর্মসূচি নিয়ে বেহালার সভায় এ দিন মমতা বলেন, ‘আমি তো কাল (বুধবার) শ্যামবাজারে যাব। আগে থেকেই আমার প্রোগ্রাম ঠিক করা ছিল। নেতাজিকে আমাদের রোজ স্যালুট দিতে হয়। তাঁর জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি আবার করব। শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত মিছিল করব। মনে রাখবেন, স্বামীজির বাড়ি কিন্তু আমরা টাকা দিয়ে কিনে দিয়েছি। এই বাড়ি মাফিয়ারা দখল করে নিচ্ছিল।’

মমতা বুধবার শ্যামবাজার থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত নেওয়ায় গড়িয়া থেকে গোপালপুর মোড় পর্যন্ত তাঁর রোড-শো’র সূচিতে বদল হতে পারে। নরেন্দ্র মোদী এ দিন কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায় এবং দমদমের প্রার্থী শীলভদ্র দত্তকে নিয়ে রোড-শো করার আগেই তৃণমূলনেত্রী এ দিন পরপর দুটি রোড-শো করেন। দমদমের জোড়াফুল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে তিনি বিরাটি থেকে এয়ারপোর্টের দুই নম্বর গেট পর্যন্ত পদযাত্রা করেন।

সেখান থেকে ফিরে তিনি এন্টালি মার্কেট থেকে মল্লিকবাজার, পার্ক সার্কাস হয়ে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত দীর্ঘ রোড-শো করেন। মমতার এই রোড-শোর রুট এমন ভাবে ঠিক করা হয়েছিল যে তিনি একই সঙ্গে কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের হয়ে প্রচার করেন।

Mamata Banerjee : ‘তৃণমূলের ভোটব্যাঙ্কে চিড় ধরাতে পদ্মের টাকা হাতে’, বিস্ফোরক অভিযোগ মমতার

এ দিন পার্ক সার্কাস থেকে সোজা বালিগঞ্জ ফাঁড়ি না গিয়ে তৃণমূলনেত্রী বাম দিকে টার্ন নিয়ে বালিগঞ্জ বিধানসভার একাধিক ওয়ার্ড ঘুরে বালিগঞ্জ ফাঁড়িতে পৌঁছন। কড়েয়ার এই অঞ্চলে মমতার যাত্রাপথের দু’পাশেই প্রচুর লোক হাজির হন। ছিলেন মালা রায়, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা।

ভ্যাপসা গরমে পরপর পদযাত্রা করলেও গাড়ি চড়ে রোড-শো করতে নারাজ মমতা। এদিন সন্ধ্যায় বেহালার সভায় তিনি বলেন, ‘গাড়িতে চড়ে আমার রোড-শো করতে ভালো লাগে না। হাঁটতে ভালো লাগে। যদিও খুব ঘাম ঝড়ছিল। পাঁচ মিনিটের জন্য বাড়িতে গিয়েছিলাম। পোশাক পাল্টে ফের চলে এসেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *