Sara Ali Khan Airport Look : ভাইকে নিয়েই অনন্ত-রাধিকার ক্রুজ পার্টিতে সারা আলি খান – sara ali khan with ibrahim ali khan spotted at airport going to attend anant radhika pre wedding cruise party watch video


Embed

ইতালিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের সেকেন্ড প্রিওয়েডিং পার্টি। একাধিক বলি তারকা হাজির হচ্ছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। বুধবার সকাল সকাল ভাই ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুম্বই ছাড়লেন সারা আলি খান। জামনগরের পার্টিতেও সপরিবারে হাজির ছিলেন সারা। তবে সেবারও দেখা যায়নি অমৃতা সিংকে। এদিকে জোর গুঞ্জন, এবছরই বড় পর্দায় ডেবিউ করতে পারেন ইব্রাহিম। ভাইকে নিয়ে বরাবরই বড্ড পজেসিভ সারা আলি খান। ছোট থেকেই আগলে রাখেন। মাঝে মধ্যেই দুই ভাইবোন বেরিয়ে পড়েন বেড়াতে। তার ঝলকও পান ভক্তরা। তবে এদিন এয়ারপোর্টে সারা-ইব্রাহিমের এয়ারপোর্ট লুক নজর কাড়ল নেটপাড়ার। আপনাদের কেমন লাগল এই স্পোর্টি লুক? সেই ভিডিয়ো নিয়েই হাজির হলাম আমরা। Watch The Entertainment Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *