বিজেপি আর ক্ষমতায় আসবে না বলে লোকসভা ভোটের শেষলগ্নের ভোট প্রচারে ফের একবার দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলায় বক্তব্য রাখার সময় অভিষেক বলেন, ‘বিসর্জন করতে হবে। খুঁটিপুজো বলব না। খুঁটিপুজো ব্রিগেডে হয়েছিল। উদ্বোধনটা মহেশতলায় করে দিয়ে গেলাম। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী… দশমীর দিন চিচিং ফাঁক, খেলা শেষ।’এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমি ভোট চাইতে আসিনি। আমি আমার দাবি আপনাদের কাছে রাখতে এসেছি, আবদার জানাতে এসেছি। মহেশতলা আমার পরিবার। নিজেরে বাবা মায়ের কাছে কেউ ভোট চায় না। আপনারা কেউ আমার মা, কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার দিদি, কেউ আমার পরিবারের অংশ। আমরা সঙ্গে আপনাদের নাড়ির টান, আত্মিক সম্পর্ক।’ এরপরেই অভিষেক বলেন, ‘আমি দাবি রাখতে এসেছি। আগামীদিনে আমি ৪ লাখ ভোটের ব্যবধানে জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছি। ১-২-৩ এর মধ্যে যেন মহেশতলা থাকে, এটা আপনার সবাই সুনিশ্চিত করবেন।’
আরও জানতে রিফ্রেশ করুন…