লোকসভা নির্বাচনের গোটা প্রচার পর্বে নরেন্দ্র মোদী এবার আর ক্ষমতায় আসছেন না বলে বারেবারেই দাবি করতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর প্রচার পর্বের শেষ লগ্নেও কার্যত সেই একই দাবি শোনা গেল মমতার মুখে। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে যাদবপুরের দলীয় প্রার্থী সায়নী ঘোষ এবং কলকাতা দক্ষিণের দলীয় প্রার্থী মালা রায়ের সমর্থনে রোড শো শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি। খুব সম্ভবত, কাউন্টিংয়ে যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছে না।’এদিন নাম না করে নরেন্দ্র মোদীর ধ্যান নিয়েও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘প্রতিবারেই ভোটের আগে কোথাও না কোথাও গিয়ে বসে পড়ে, আর ৪৮ ঘণ্টা পাবলিসিটি খায়। ৪৮ ঘণ্টা সব পাবলিসিটি বন্ধ। আজ সন্ধে ৬টা থেকে পড়শু বিকেল ৬টা পর্যন্ত। আপনি ধ্যান করবেন… ধ্যান করুন, কেউ তো বারণ করেনি, ক্যামেরার সামনে কেন?’
উল্লেখ্য লোকসভা নির্বাচনের প্রচার শেষে তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছবেন নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসার কথা রয়েছে তাঁর। সেই ধ্যানের জন্য কন্যাকুমারীর নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে। প্রধানমন্ত্রীর ধ্যান চলাকালীন সেই এলাকায় কড়া নজরদারি চালাতে প্রায় দু’হাজার পুলিশ কর্মী ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি কন্যাকুমারীর সৈকতে পর্যটকদের প্রবেশের উপরেও জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ৩০ মে সন্ধ্যা থেকে শুরু হয়ে ১ জুন সন্ধ্যা পর্যন্ত মোদী ধ্যান করবেন বিবেকানন্দ রকে।
উল্লেখ্য লোকসভা নির্বাচনের প্রচার শেষে তামিলনাড়ুর কন্যাকুমারীতে পৌঁছবেন নরেন্দ্র মোদী। সেখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসার কথা রয়েছে তাঁর। সেই ধ্যানের জন্য কন্যাকুমারীর নিরাপত্তাও আঁটসাঁট করা হয়েছে। প্রধানমন্ত্রীর ধ্যান চলাকালীন সেই এলাকায় কড়া নজরদারি চালাতে প্রায় দু’হাজার পুলিশ কর্মী ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি কন্যাকুমারীর সৈকতে পর্যটকদের প্রবেশের উপরেও জারি করা হচ্ছে নিষেধাজ্ঞা। রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার ৩০ মে সন্ধ্যা থেকে শুরু হয়ে ১ জুন সন্ধ্যা পর্যন্ত মোদী ধ্যান করবেন বিবেকানন্দ রকে।
এদিন হেলিকপ্টারে সেখানে পৌঁছনোর কথা নরেন্দ্র মোদীর। ইতিমধ্যেই সেখানে হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ সম্পন্ন হয়েছে। রিপোর্টে জানা গিয়েছে, এদিন প্রধানমন্ত্রী মোদী প্রথমে তিরুবনন্তপুরম পৌঁছবেন ও সেখান থেকে এমআই-১৭ হেলিকপ্টারে কন্যাকুমারীর পথে রওনা দেবেন। মোদীর অবতরণের আনুমানিক সময় বিকেল ৪টে ৩৫ মিনিট। এরপর কন্যাকুমারী সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত প্রত্যক্ষ করবেন ও তারপর ধ্যানে বসবেন। ধ্যান সেরে ১ জুন বিকেল সাড়ে তিনটেয় কন্যাকুমারী থেকে ফিরবেন নরেন্দ্র মোদী।
আজ বৃহস্পতিবারই দেশে লোকসভা নির্বাচনের শেষ প্রচার। আর এই অন্তিম লগ্নের প্রচারে মালা রায় ও সায়নী ঘোষের সমর্থনে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোড শো-তে মমতার সঙ্গে পা মেলান দলের প্রথম সারির নেতৃত্ব।