Da West Bengal,নয়া ডিএ সহ বর্ধিত বেতন রাজ্যের সরকারি কর্মীদের! পরের মাসে অপেক্ষায় ইনক্রিমেন্ট – west bengal state government employees get salary with 4 percent da today


বাজেটে ঘোষণা মতো বৃহস্পতিবার সাত সকালেই ডিএ-সহ মে মাসের বেতন ঢুকল রাজ্য সরকারি কর্মীদের। রাজ্য়ের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরাই এদিন অফিস পৌঁছনোর আগেই বেতন ঢোকার মেসেজ পেয়ে গিয়েছেন। মাস শেষেরও একদিন আগে বেতন পেয়ে খুশি সরকারি কর্মীদের একটা অংশ। যদিও সেটা নতুন কিছু নয়। তবে অনেকেই আবার কেন্দ্র-রাজ্য DA-র ফারাক তুলে ধরে অসন্তোষের কথা জানিয়েছেন। এদিন থেকে রাজ্যের সরকারি কর্মীরা মোট ১৪ শতাংশ হারে DA পাচ্ছেন। পাশাপাশি নিয়ম অনুযায়ী, প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মীদের। যাঁর যা বেসিক তার ৩% বেতন বাড়ে। ফলে আগামী মাসেও আরও কিছুটা টাকা বাড়বে তাঁদের।উল্লেখ্য, গত বছর ২১ ডিসেম্বর সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় মাসের মাথায় ফের বাজেটে ৪ শতাংশ DA-র ঘোষণা করা হয়।

নবান্ন সূত্রে খবর, এদিন সকাল ন’টা থেকে সাড়ে ন’টার মধ্যেই টাকা প্রায় অধিকাংশরই অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। মোটের উপর সব ধরনের চাকুরিজীবীর ক্ষেত্রেই গড়ে ৮০০ টাকার মতো বেড়েছে। যেমন, ধরা যাক একজন গ্রুপ ডি স্টাফ এখন বেসিক পান ১৭ হাজার টাকা। চাকরির বয়স অনুযায়ী কারও বেসিক বেড়ে এখন ১৭,৬০০ তো কারও ২২,২০০ কারও আবার ৩০,০০০ টাকা হতে পারে। ফেব্রুয়ারি মাসেও তাঁরা বর্ধিত DA অনুযায়ী টাকা পেয়েছেন। আবার প্রায় ৭০০-৮০০-৯০০ টাকা করে এক একজনের এদিন DA সহ বেতন ঢুকেছে। সব মিলিয়ে বলা যেতে পারে, গ্রুপ ডি-দের মাইনে ২১, ৩০০ টাকা, ফেব্রুয়ারি ৪ শতাংশ বর্ধিত DA-র পর হয়েছিল ২১, ৯৭২টাকা ,আরও ৪ শতাংশ বেড়ে এদিন ঢুকল ২২, ৬৭৬ টাকা।

লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের শুরুর দিকে মাইনে ২৭, ০০০ টাকা, ফেব্রুয়ারি ৪ শতাংশ বর্ধিত DA র পর হয়েছিল ২৮, ০০০ টাকা ,আরও ৪ শতাংশ বেড়ে হবে ২৯, ১০০ টাকা। আইসিডিএস সুপারভাইজারদের মাইনে ৩৪, ৬৫৮ টাকা, ফেব্রুয়ারির ৪ শতাংশ আর এবার ৪ শতাংশ বেড়ে হল ৩৬, ৯১৪ টাকা। ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের বেসিক মোটের উপর ২৯, ৩০ হাজার থেকে ৩২ হাজার টাকা। নতুন হারে DA-র ক্ষেত্রে তাঁরা আরও ১২৮০ টাকা অতিরিক্ত বেতন পেয়েছেন। বিডিওদের ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার সময় বেসিক ৫৬,১০০ টাকা মতো। তাঁরা DA পেয়েছেন ২২৪৪ টাকা। কলকাতা পুলিশের কনস্টেবলর- রাজ্য পুলিশ, লেডি কনস্টেবেলরা ডিএ বাড়ার পর প্রায় ৯০০-১৪০০ টাকা বেশি পেয়েছেন এদিন। মিসেলেনিয়াস এর কিছু পদে যেমন, রেভিনিউ ইন্সপেক্টর, লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে ৩৪, ৬৫৮ টাকা, ফেব্রুয়ারি ৪ শতাংশ বর্ধিত DA-র পর হয়েছিল ৩৫, ৭৫৮ টাকা ,আরও ৪ শতাংশ বেড়ে হল ৩৬, ৯১৪ টাকা। কিছু পোষ্ট যেমন ব্লক ইয়ুথ অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এখন মাইনে ৩৮, ৫০০ টাকা, ফেব্রুয়ারি ৪ শতাংশ বর্ধিত DA র পর হয়েছিল প্রায় ৩৯, ৭০০ টাকা, আরও ৪ শতাংশ বেড়ে হল ৪০, ৯৫০ টাকা। রাজ্যের BCS ক্যাডারের সবচেয়ে উঁচু পোস্ট হল ‘সিনিয়র স্পেশাল সেক্রেটারি’। বেসিক, প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা। পাটিগণিতের হিসাবে তাঁর ডিএ হবে প্রায় ৮০০০ টাকা। প্রসঙ্গত, রাজ্যের IAS-IPS অফিসারদের মাইনে রাজ্য সরকার দিলেও তাঁদের মাইনে হয়ে থাকে কেন্দ্রীয় হারে। ফলে এই DA বৃদ্ধির সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।

উল্লেখ্যে, চাকরির বয়স, জয়েনিং ডেট অনুযায়ী, বেসিক প্রত্যেকেরই আলাদা। ফলে মাইনেও আলাদা। সবক্ষেত্রেই চাকরিতে যোগ দেওয়ার সময় বেসিক হার ধরেই তুল্যমূল্য বিচার করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *