কোন সময় থেকে মদের দোকান বন্ধ থাকবে?
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে বন্ধ হবে সমস্ত মদের দোকান। ৩১ তারিখ শুক্রবার দিনভর তা বন্ধ থাকবে এবং ১ জুন ভোট চলাকালীন বন্ধ থাকবে মদের দোকান। অর্থাৎ ৪৮ ঘণ্টা শহর কলকাতা থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।
সুরাপ্রেমীদের একাংশ অনেক সময় প্রশ্ন করেন, এক্ষেত্রে কি লাইসেন্সপ্রাপ্ত বারগুলির ঝাঁপ বন্ধ থাকবে? কমিশনের নিয়ম বলছে, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। এর আওতায় বারগুলিও আসে।
একটি গোটা দিন বাংলাজুড়ে বন্ধ মদের দোকান
১ জুন রাজ্যে শেষ দফায় নির্বাচন এবং ফলাফল ঘোষণা হবে ৪ জুন। ভোটের ফলাফল ঘোষণার দিন রাজ্যের সমস্ত জেলায় মদের দোকান বন্ধ থাকতে চলেছে।
উল্লেখ্য, ভোটের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে কমিশন। ভোটের দিন কলকাতায় অশান্তি রুখতে টহল দেবে কেন্দ্রীয় বাহিনীর ৩২৪টি বিশেষ কিউআরটি(কুইক রেসপন্স টিম)। কলকাতা ছাড়াও ব্যারাকপুর, বিধাননগর ও বারাসতের একটি অংশে টহল দেবে। কোথাও কোনও অশান্তির আশঙ্কা থাকলেই দশ মিনিটের মধ্য়ে সেখানে পৌঁছে যাবেন এই টিমের সদস্যরা। ভাঙড় ডিভিশন ইতিমধ্যেই কলকাতা পুলিশের আওতায় এসেছে। ভাঙড় এলাকায় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বুথগুলিতে মোতায়েন থাকবে। রাতের শহরে যে কোনও ধরনের অশান্তি ঠেকানোর জন্য ৭২টি নাইট পেট্রোল ভেহিক্যালের ব্যবস্থা থাকবে। এর মধ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।