Lok Sabha Election Phase 7 Weather Forecast : ভোটের দিন ভাসবে দক্ষিণবঙ্গ! কোন কোন জেলায় সতর্কতা? – lok sabha elections 2024 phase 7 weather updates rain forecast in kolkata and other districts of west bengal watch video


Embed

শনিবার অর্থাৎ ১ জুন রয়েছে শেষ দফার লোকসভা নির্বাচন। এদিন দক্ষিণবঙ্গের মোট ৯টি কেন্দ্রে রয়েছে ভোট। এরই মধ্যে বড় পূর্বাভাস শোনাল আলিপুর হাওয়া অফিস (Weather Forecast on Election Day)। দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে খবর। শনিবার রাজ্যে সপ্তম তথা শেষ দফার ভোট রয়েছে কলকাতা সহ দক্ষিনবঙ্গের ৯ টি কেন্দ্রে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, টানা ৩-৪ দিন চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির। পাশাপাশি উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে কেরলে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কমলা ও হলুদ সতর্কতা রয়েছে? আসুন সবিস্তর জেনে নেওয়া যাক ভিডিয়োতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *