Siliguri Drinking Water News,শিলিগুড়িতে জল কিনতে লম্বা লাইন, সংকট মোকাবিলায় পাউচ বিতরণ পুরসভার – drinking water crisis in siliguri and people are in queue for purchasing it


শিলিগুড়ি শহরজুড়ে পানীয় জলের হাহাকার। বুধবারই পুরসভার সরবরাহ করা জল পান কর‍তে নিষেধ করেছেন মেয়র। আগামী ২ জুন পর্যন্ত পানীয় জল নিয়ে সমস্যা থাকবে বলেও জানান হয়েছে। এরপর থেকেই শহরবাসীর মধ্যে পানীয় জল নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে বিভ্রান্তিও। সকাল থেকেই শহরজুড়ে জল কিনতে দোকানগুলির সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে। কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে জল কিনছেন বাসিন্দারা। অন্যদিকে বিভিন্ন এলাকায় পুরনিগমের তরফে জলের পাউচ বণ্টনও শুরু হয়েছে। সেখানেও ভিড় করছেন শহরের বাসিন্দারা। বলতে গেলে অন্যান্য কাজকর্ম ছেড়ে পানীয় জল জোগাড় করতে ব্যস্ত শিলিগুড়ির মানুষজন।তপন মণ্ডল নামে এক ব্যক্তি বলেন, ‘জল নিয়ে আমাদের খুব অসুবিধা হচ্ছে। ঠিক মতো করে জল পাওয়া যাচ্ছে না। তাই লাইন দিয়ে জল নিতে হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব জলের সমস্যার সমাধান করা হোক।’ অন্যদিকে এক বিক্রেতা বলেন, ‘সকাল থেকেই ক্রেতাদের ভিড়। সবাই চল চাইছেন। আমরা জল দিচ্ছি। চেষ্টা করছি যাতে আরও বেশি করে দিতে পারি।’ ওই বিক্রেতা জানান, ১ লিটার জল ৫ টাকা, ২ লিটার জল ১০ টাকা এবং ৫ লিটার জল ২০ টাকায় বিক্রি করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার থেকে রোজ পুরনিগম এলাকায় ১ লাখ করে জলের পাউচ বিলি করা হচ্ছে বলে জানা গিয়েছে। পাঁচটি বরোতে ২০ হাজার করে জলের পাউচ পৌঁছনোর কাজ শুরু হয়েছে। সকাল থেকেই সেই জলের পাউচগুলি বিতরণও করা হচ্ছে। তবে মহানন্দার জল এতদিন কেন সরবরাহ করা হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্নমহল। মহানন্দার জল যদি ব্যবহারের যোগ্য না হয়ে থাকে, তাহলে তা কেন পানীয় জল বলে পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই বিষয়ে শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেন, ‘আতঙ্কের কিছু নেই, আমরা পানীয় জল পাঠাচ্ছি।’ যদিও এই বিষয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন বিরোধীরা। সিপিএম-এর তরফে পুরসভায় বিক্ষোভ দেখান হয়। এই বিষয়ে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে সাংবাদিক বৈঠক করা হয়। জল পরীক্ষার রিপোর্ট সামনে আনার দাবি তুলেছে তারা। এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাপতি তপন চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা যে জল পান করছি সেটি স্বাস্থ্যসম্মত কি না, তা জানার অধিকার রয়েছে আমাদের। প্রতিমাসে পুরসভার জল পরীক্ষার রিপোর্ট সামনে আনা প্রয়োজন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *