Siliguri Drinking Water Polluted : পানীয় জলে বিপদ! ২ জুন পর্যন্ত পুরনিগমের জল ব্যবহারে নিষেধাজ্ঞা – siliguri mayor gautam deb warned people not to drink water supplied by municipal corporation till 2 june watch video


Embed

শিলিগুড়ি শহরজুড়ে পানীয় জল নিয়ে হাহাকার। গতকাল পুরনিগমের সরবরাহকারী জল পান কর‍তে নিষেধ করেছেন মেয়র। জানানো হয়েছে আগামী ২ জুন পর্যন্ত পানীয় জল নিয়ে সমস্যা থাকবে। এরপর থেকেই শহরবাসীর মধ্যে পানীয় জল নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিভ্রান্তিও শুরু হয়েছে। সকাল থেকেই শহর জুড়ে জল কিনতে দোকানগুলির সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে। কয়েক ঘন্টা লাইনে দাড়িয়ে জল কিনছেন বাসিন্দারা। অন্যদিকে এলাকায় এলাকায় পুরনিগমের তরফে জলের পাউচ দেওয়া শুরু করা হয়েছে। সেখানে ভিড় বাসিন্দাদের। রীরিমতো কাজ ছেড়ে এখন পানীয় জল জোগাড় করতে ব্যস্ত সকলে। আজ থেকে রোজ পুরনিগম এলাকায় ১ লক্ষ করে জলের পাউচ বিলি করা হচ্ছে। পাঁচটি বরোতে ২০ হাজার করে জলের পাউচ পৌঁছাবে। সকাল থেকেই সেই জলের পাউচ দেওয়া শুরু করা হয়েছে। তবে মহানন্দার জল এতোদিন কেন সরবরাহ করা হল তা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন মহল। মহানন্দার জল ব্যবহারের যোগ্য নয়, সেই জল কেন পানীয় জল বলে পাঠানো হল তা নিয়ে প্রশ্ন উঠছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *