পুরনো ফর্মে মদন মিত্র, ভোটের আগের দিনই মুখে ‘দমদম দাওয়াই’ Madan Mitra says about Dum Dum dawai just one day before vote


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ দফার ভোটের আগে পুরনো মেজাজে মদন মিত্র। এবার সোজা কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি। লাঠি চালালে যে লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূলের রয়েছে তা স্পষ্ট করে দিলেন কামারহাটির বিধায়ক। দিলেন মিক্সচার, দমদম দাওয়াইয়ে হুঁশিয়ারি।

আরও পড়ুন-চব্বিশেও ভোটে নেই বুদ্ধ! প্রণাম সেরে এলেন সায়রা

আগামিকাল দমদমে ভোট। বরাহনগর কেন্দ্র উপনির্বাচন। পাশেই কামারহাটির বিধায়ক মদন। শনিবারের ভোট নিয়ে মদন মিত্র বলেন, যদি বলি দমদম ধেলাই হবে তাহলে বিষয়টা অসংসদীয় হতে পারে। তোমাকে এখন বলছি দিল্লিতে ৫২ ডিগ্রি হয়ে গিয়েছে, এখানে ৩৫-৩৬ ডিগ্রি। তোমাদের বলছি ওআরএস খাও। তেমনি দাওয়াইয়ের ব্যাপারে নিশ্চিত থাকতে পার। তৃণমূল কংর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে। কী মিক্সচার দিতে হবে।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেস বারবারই সমালোচনা করে থাকে। তাদের হুঁশিয়ারি দিয়ে মদন মিত্র বলেন, কেন্দ্রীয় বাহিনী বলে আলাদা করছেন কেন আপনারা। কোনও মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, যদি বলে ওআরএস চাই তাহলে তাদের আমি ওআরএস দেওয়ার পক্ষে। কেন্দ্রীয় বাহিনী ভদ্র ব্যবহার করুক ভালো ব্যবহার করুক। খারাপ ব্যবহার করলে, লাঠিফাটি চালাবার চেষ্টা করলে, অযথা গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে সেই লাঠি কেড়ে নেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস কর্মীদের আছে।  লরি মানে টাটা, জুতো মানে বাটা আর দমদম মানে দাওয়াই। তৃণমূল কর্মীরা জানে কী দাওয়াই দিতে হবে, কোন মিক্সচার দিতে হবে।

এনিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, অনেকদিন পরে আবার বাজারে এসেছেন। সতেরো থেকে সাতষট্টি সবাই মদন জ্বরে আক্রান্ত। উনি ভালো থাকুন, আনন্দে থাকুন। প্রবল গরম চলছে এখন, উনি দাওয়াইের কথা বলেছেন। সকালের দিকটা উনি বেল খান। কামারহাটি বিধানসভা থেকে বিজেপি লিড নেবে।

অন্যদিকে কুণাল ঘোষ বলেন, মদন মিত্র কী খারাপ বলেছেন। মদন মিত্র বলেছেন ওরা যদি এটা করে করে তাহলে এটা হবে। মদন মিত্রের পুরো কথাটা দেখতে হবে।  এর মধ্যে বিতর্কের কোনও অবকাশ নেই।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *