Cooch Behar Lok Sabha,পোলিং এজেন্ট হওয়ার জেরে ‘জরিমানা’! টাকা না দেওয়ার তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ – tmc leader alleged that bjp hooligans have attacked his house between lok sabha election


লোকসভা নির্বাচনে পোলিং এজেন্ট হওয়ায় ৬ হাজার টাকা জরিমানা, আর টাকা দিতে অস্বীকার করায় তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি গ্রামে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গেরুয়া শিবিরের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।জানা গিয়েছে, ভোটে দলীয় প্রার্থীর পোলিং এজেন্ট হয়েছিলেন বাবলু বর্মন নামে ওই তৃণমূল নেতা। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র ভেটাগুড়ি ১ অঞ্চলের সভাপতি। অভিযোগ, সপ্তাহ খানেক আগে বাবলুর বাড়িতে গিয়ে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা হুমকি দেন এবং তৃণমূলের পোলিং এজেন্ট হওয়ার কারণে তাঁকে ৬ হাজার টাকা জরিমানাও ধার্য করেন। বিষয়টি নিয়ে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন বাবলু। ঘটনার কথা জানতে পেরে ওইদিনই ভেটাগুড়িতে তৃণমূল নেতার বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ সহ দলের অন্যান্য নেতৃত্ব। সেখানে গিয়ে বিজেপি নেতাদের উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারিও দেন উদয়ন। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ওই তৃণমূল নেতার বাড়িতে বিজেপি হামলা চালায় বলে অভিযোগ।

বাবুল বর্মনের পরিবারের অভিযোগ, তাদের টিনের বেড়ায় ভাঙচুর করা হয়। ভেঙে ফেলা হয় টিভিও। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই তৃণমূল নেতা ও তাঁর পরিবার। খবর পেয়ে রাতেই তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় বাবলু বর্মনের স্ত্রী পার্বতী বর্মন বলেন, ‘মাঝেমধ্যেই এসে হুমকি দিয়ে যায় (বিজেপি)। এরপর গতকাল রাতে এসে হামলা চালায়। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ যখন আসে ততক্ষণে সবাই চলে গিয়েছে।’ যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই ওই ঘটনা ঘটেছে।’ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে প্রথম থেকেই বিশেষ নজর ছিল কোচবিহারে। ওই কেন্দ্রে এবারেও বিজেপির হয়ে লড়াইতে রয়েছেন নিশীথ প্রামাণিক। অন্যদিকে তৃণমূলের হয়ে লড়ছেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। একদিকে যেমন নিজের আসন ধরে রাখতে মরিয়া নিশীথ। তেমনই আবার আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে চেষ্টার ত্রুটি রাখেনি তৃণমূলও। প্রথম দফাতেই ভোট হয়ে গিয়েছে কোচবিহারে। আগামী ৪ তারিখ লোকসভা ভোটের ফলাফল। তার আগেই এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *