এদিকে রিমেলের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের বিপর্যয়ে চিন্তায় হোটেল ব্যবসায়ীরা। ব্যবসায় বড় ক্ষতি হচ্ছে বলে দাবি তাঁদের। গত রবিবার প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল সাইক্লোন রিমেল। এর ফলে শনিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়, যা চলে পরবর্তী দু’দিন।
ষষ্ঠ দফায় কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে শনিবার থেকেই কার্যত দিঘাতে পর্যটকদের আনাগোনা কম। এদিকে শুক্রবার থেকে ফের একবার বৃষ্টিপাত শুরু হয়েছে। দিঘার এক হোটেল ব্যবসায়ীর কথায়, ‘সপ্তাহান্তে দিঘায় ভালো ব্যবসা হয়। অনেক পর্যটকরা আসেন কলকাতা থেকে সপ্তাহান্তে। কিন্তু, বৃষ্টির জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। এই সময় দোকান বন্ধ থাকে বেশিরভাগ। বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টও বন্ধ থাকে দুর্যোগের জন্য। সমুদ্রেও নামা সম্ভব হয় না।’
অপর হোটেল ব্যবসায়ী বলেন, ‘গত সপ্তাহেও আমাদের হোটেল ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সপ্তাহের শেষেও যদি এই ধরনের পরিস্থিতি থাকে সেক্ষেত্রে ব্যাপক ক্ষতি হতে পারে।’
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সপ্তাহান্তেও কি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে?
এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার কেরালাতে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের পরিস্থিতি। প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের যে যে জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরও। অর্থাৎ দিঘা, মন্দারমণি, তাজপুরেও বৃষ্টি পাত হতে পারে।
