Digha Hotel,দিঘায় হোটেলবন্দি পর্যটকরা, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? – digha tourist are not able to come out of the hotel due to the weather


ভোট মিটতে না মিটতেই ঘূর্ণিঝড় রিমেলের কোপ, সেই রেষ কাটতে না কাটতেই ফের বৃষ্টি! দিঘাতে আরও একবার হোটেলবন্দি পর্যটকরা। শুক্রবার সকাল থেকেই মুখ ভার আকাশের। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে বৃষ্টিপাত। ব্যতিক্রমী নয় দিঘাও। শুক্রবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়েছে দিঘাতে। সঙ্গে ঘন ঘন বাজ পড়ছে। এই দুর্যোগে হোটেলবন্দি হয়ে পড়েছেন বহু পর্যটক। রাস্তা বা সমুদ্র সৈকত কার্যত শুনশান। বন্ধ সমস্ত দোকানপাঠ।বেড়াতে আসা পর্যটকরা হতাশ। কলকাতা থেকে দিঘায় বেড়াতে যাওয়া চান্দ্রেয়ী রায় বলেন, ‘আমরা অত্যন্ত হতাশ। বাবা-মাকে সঙ্গে নিয়ে এসেছিলাম। শুক্রবার ভোরে পৌঁছেছি। কিন্তু, এসে থেকেই দেখছি ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে। সারাদিন এই পরিস্থিতি থাকলে কী ভাবে হোটেল থেকে বার হব, তাই এখন বুঝে উঠতে পারছি না।’

এদিকে রিমেলের ধাক্কা সামলাতে না সামলাতেই ফের বিপর্যয়ে চিন্তায় হোটেল ব্যবসায়ীরা। ব্যবসায় বড় ক্ষতি হচ্ছে বলে দাবি তাঁদের। গত রবিবার প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়েছিল সাইক্লোন রিমেল। এর ফলে শনিবার থেকেই বৃষ্টিপাত শুরু হয়, যা চলে পরবর্তী দু’দিন।

ষষ্ঠ দফায় কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে শনিবার থেকেই কার্যত দিঘাতে পর্যটকদের আনাগোনা কম। এদিকে শুক্রবার থেকে ফের একবার বৃষ্টিপাত শুরু হয়েছে। দিঘার এক হোটেল ব্যবসায়ীর কথায়, ‘সপ্তাহান্তে দিঘায় ভালো ব্যবসা হয়। অনেক পর্যটকরা আসেন কলকাতা থেকে সপ্তাহান্তে। কিন্তু, বৃষ্টির জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। এই সময় দোকান বন্ধ থাকে বেশিরভাগ। বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টও বন্ধ থাকে দুর্যোগের জন্য। সমুদ্রেও নামা সম্ভব হয় না।’

অপর হোটেল ব্যবসায়ী বলেন, ‘গত সপ্তাহেও আমাদের হোটেল ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সপ্তাহের শেষেও যদি এই ধরনের পরিস্থিতি থাকে সেক্ষেত্রে ব্যাপক ক্ষতি হতে পারে।’

গরম থেকে মুক্তি দিয়ে কলকাতায় বৃষ্টি, কবে প্রবেশ বর্ষার?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সপ্তাহান্তেও কি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে?

এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার কেরালাতে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের পরিস্থিতি। প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে। সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের যে যে জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরও। অর্থাৎ দিঘা, মন্দারমণি, তাজপুরেও বৃষ্টি পাত হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *