বিষয়টি নিয়ে শওকত মোল্লা বলেন, ‘অবিলম্বে নওশাদকে গ্রেফতার করা উচিত। পাঁচজন আহত হয়েছে, তার মধ্যে একজন শিশু রয়েছে।’ শওকতের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের আগেও অশান্তির বাতাবরণ তৈরি করা হয়েছিল। আবার নতুন করে গত কয়েকদি ধরে এই সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে।
শওকতের দাবি, এখানকার যত সমাজবিরোধী তাদেরকে একত্রিত করে বোমা বাঁধার কাজ করা হচ্ছে। এদেরকে পেছনে থেকে অর্থের যোগান দিয়ে সাহায্য করা হচ্ছে ISF-এর তরফে। শওকত বলেন, ‘রাজনৈতিক ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই না করে, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে, ঠিক যেমন পৌঁছাতে নির্বাচনের আগে হয়েছিল।’ উল্লেখ্য, বৃহস্পতিবার রাতের ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহতকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভাঙড়ের ভোগালি ১ এবং ২-এর বানিয়ারা গ্রামে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে।
অন্যদিকে, এই ঘটনায় পালটা তৃণমূলের উপর দোষ চাপিয়েছেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, ‘তৄণমুল কংগ্রেস দোষ করেছে ৷ তা ধামাচাপা দিতেই ISF এর নামে দোষ দেওয়া হচ্ছে ৷ শওকত মোল্লার বাইক বাহিনী এলাকায় দাপট দেখাচ্ছে ৷ ISF এর কর্মীদের নামে মিথ্যা কেস দেওয়া হচ্ছে ৷ ভয় দেখানো হচ্ছে ৷ বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি ৷’ নিজেদের কাছে থাকা বোমে নিজেরাই আহত হয়েছে বলে দাবি করেন তিনি ৷ আগামীকাল, শনিবার যাদবপুর কেন্দ্রের ভোটগ্রহণ রয়েছে। বিশেষত, ভাঙড় এলাকার জন্য বিশেষ নজরদারি রয়েছে নির্বাচন কমিশনের।