Kolkata Metro Service,ভোটের দিন বাস কম! প্রথম মেট্রো কখন-শেষ মেট্রোই বা কখন ছাড়বে? রইল তালিকা – kolkata metro service will run normally on the day of election


রাত পোহালেই নির্বাচন। শনিবার কলকাতা সহ শহরতলীর কেন্দ্রগুলিতেও অনুষ্ঠিত হবে ভোট। শুক্রবার থেকেই রাস্তাঘাটে একধাক্কায় বাস কমেছে বেশ কিছুটা। তার উপর বৃষ্টির জন্য বিভিন্ন অ্যাপ ক্যাবগুলিও আকাশছোঁয়া ভাড়া হাঁকাচ্ছে। শনি-রবিও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদিও সপ্তাহান্তে ভোট হওয়ায় ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। কিন্তু, এদিন কি মেট্রো চলাচল স্বাভাবিক থাকবে? প্রশ্ন আম আদমির মনে।এবার এই নিয়ে মেট্রো রেলের পক্ষ থেকে আশ্বস্থ করা হল সাধারণ মানুষকে। শনিবার ভোটের দিন সকাল থেকে স্বাভাবিক থাকবে পরিষেবা, কোনও বদল নেই, স্পষ্ট জানানো হয়েছে এমনটাই।

মেট্রোর তরফে জানানো হয়েছে ‘ব্লু লাইন’ অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত লাইনটি সকাল ৬টা ৫০-এ শুরু হচ্ছে এবং দমদম থেকে পরিষেবা ৭টা থেকে চালু হচ্ছে। ১১৭টি আপ এবং ডাউন ট্রেন যথাক্রমে চলবে। রাতে ৯টা ৪০ -এ কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত শেষ ট্রেন ছাড়বে এবং রাত ৯টা ৩০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ ট্রেন ছাড়বে। দক্ষিণেশ্বর থেকেও রাত ৯টা ২৮ মিনিটে শেষ ট্রেন কবি সুভাষের দিকে রওনা দেবে। এক্ষেত্রেও কোনও বদল নেই।

শিয়ালদা থেকে সেক্টর ফাইভ লাইনের ক্ষেত্রে

এক্ষেত্রেও ৫৩টি আপ এবং ডাউন ট্রেন চলবে। ভোটের জন্য কোনও পরিবর্তন করা হবে না। সকাল ৬টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে এবং রাতের শেষ মেট্রো শিয়ালদা থেকে ৯টা ৩৫ মিনিটে সেক্টর ফাইভের দিকে রওনা দেবে এবং বিপরীত দিকের শেষ ট্রেনটি ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।

গঙ্গার নীচের দিকে যে লাইনটি রয়েছে তার পরিষেবা

হাওড়া ময়দান থেকে প্রচুর মানুষ এই মেট্রো রুটটি ব্যবহার করে থাকেন। সকাল ৭টায় পরিষেবা চালু হচ্ছে। হাওড়া ময়দান থেকে তা এসপ্ল্যানেড পর্যন্ত যাবে। এই লাইনেও পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের শেষ ট্রেন ছাড়বে ৯টা ৪৫ মিনিটে।

কমলা লাইনের ক্ষেত্রে পরিষেবা

এই লাইনের ক্ষেত্রে কোনও শনিবারই পরিষেবা দেওয়া হয় না। এইবারও তার ব্যতিক্রম নয়।

‘পার্পল লাইন’-এর ক্ষেত্রে পরিষেবা

এই লাইনেও শনিবার মেট্রো চলাচল বন্ধ থাকে। এক্ষেত্রেও কোনও পরিবর্তন আনা হচ্ছে না আলাদা করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *