Lok Sabha Elelction 2024,রাজ্যের নয়টি কেন্দ্রে ভোট সপ্তমী, পর্যবেক্ষকদের অভিযোগ জানাতে রইল নম্বর – lok sabha election last phase appointed observer contact details


১৯ মে থেকে শুরু হয়েছি বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশের ভোট উৎসব। যার শেষ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে শনিবার। কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার তিনটি আসন এবং দক্ষিণ ২৪ পরগনা ৪টি আসনে ভোট অনুষ্ঠিত হতে চলেছে।প্রতিটি কেন্দ্রের জন্যেই সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই পর্যবেক্ষক বা অবজারভারদের ভূমিকা অপরিসীম। ভোটারদের মনোবল বাড়াতে এবং ভোটকেন্দ্রীক যে কোনও অভিযোগকে গুরুত্ব দিয়ে বিচার করে সময়মতো ব্যবস্থা গ্রহণের জন্য অবজারভারদের যথেষ্ট ভূমিকা রয়েছে।

এখানে বলে রাখা প্রয়োজন, রাজ্যের লোকসভা ভোটে নজরদারির জন্য গত ২৮ মার্চ IAS আধিকারিক অলোক সিন্‌হাকে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এছাড়াও বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে সদ্য অবসরপ্রাপ্ত IPS অফিসার অনিল শর্মাকে নিয়োগ করা হয়।

প্রতিটি দফা ভোট চলাকালীন আসনভিত্তিক General Observer, Expenditure Observer এবং Police Observer নিয়োগ করা হয়ে থাকে। সেইমতো, ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বসিরহাট, বারাসত কেন্দ্রের জন্য এই তিনটি ভাগে অবজারভার নিযুক্ত করা হয়েছে।

কলকাতায় লোকসভা নির্বাচনের আগে ধর্মতলায় শুরু নাকা চেকিং

কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষকদের নাম ও ফোন নম্বর –

সাধারণ পর্যবেক্ষকদের নাম কেন্দ্র ফোন নম্বর
IAS নিপুন জিন্দল দমদম 9748310274
IAS বি.সি. সতীশা বারাসত 9748447673
IAS কুমার পাল গৌতম বসিরহাট 9748309863
IAS মিনেন্দ্র কুমার জয়নগর 6292338852
IAS শারাত বি. মথুরাপুর 6292338853
IAS পি বসন্ত কুমার ডায়মন্ড হারবার 6292338863
IAS রঞ্জিত কুমার সিং যাদবপুর 6292338860
IAS এস বিশ্বনাথন কলকাতা দক্ষিণ 6292008851
IAS সঞ্জয় এস. কাতকর কলকাতা উত্তর 8420944026
এক্সপেনডিচার পর্যবেক্ষকদের নাম কেন্দ্র ফোন নম্বর
IRS মনু চৌরাসিয়া দমদম 9748310496
IRS বিনু বারাসত 9748310434
IRS সুনীল কুমার গৌতম বসিরহাট 6292338854
IRS নীলেশ রাউতকর জয়নগর 6292338859
IRS সঞ্জয় কুমার সিং মথুরাপুর 6292338857
IRS রুচি বিস্ত ডায়মন্ড হারবার 6292338858
IRS সাহিল গর্গ যাদবপুর 9831611992
IRS দরসি সুমন রত্নম, IRS নীতিন ওয়াঘমোড়ে কলকাতা দক্ষিণ 9831611976
IRS হেমন্ত গুপ্তা, IRS শৈলেন্দ্র শর্মা কলকাতা উত্তর 8100138197
পুলিশ পর্যবেক্ষকদের নাম কেন্দ্র ফোন নম্বর
IPS রজত সুশ্র দমদম 9748309891
IPS এস. হরি কৃষ্ণা বারাসত, বসিরহাট 9748310421
IPS রোহন পি. কনয় জয়নগর, মথুরাপুর 6292338856
IPS নীলেশ আনন্দ ভার্নে ডায়মন্ড হারবার , যাদবপুর 6292338861
IPS সন্তোষ কুমার কলকাতা উত্তর 8584883831

Kolkata Lok Sabha Election : ভোট সপ্তমীতে নিরাপত্তার চাদরে মুড়ছে শহর, কলকাতায় স্পর্শকাতর বুথসংলগ্ন এলাকা কত?
যে কেউ উপরে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ভোট সংক্রান্ত যে কোনও অভিযোগ এই নম্বরে জানাতে পারবেন। অশান্তি, আইন-শৃঙ্খলার অবনতি সংক্ৰান্ত যে কোনও বিষয়, প্রশাসনের কর্মকাণ্ডের উপর নজর রাখছেন পর্যবেক্ষকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *