Mango Price,জামাইষষ্ঠীর দুঃসংবাদ আম চাষিদের – farmers are worried about mango drought in this year watch video


Embed

বাঙালির বারো মাসে তেরো পার্বন। তেমনই একটি পার্বন জামাইষষ্ঠী। আম ছাড়া এই অনুষ্ঠানের কথা ভাবাই যায় না। কিন্তু এবারে একেই আমের ফলন কম। তার উপর সাইক্লেন রিমেলে বেশির ভাগটাই নষ্ট হয়ে গিয়েছে। তাই বাজারে আগুন ছোঁয়া দাম হতে চলেছে আমের। ফলে চিন্তায় রয়েছে ক্রেতা থেকে বিক্রেতারা। জামাইষষ্ঠীতে এবার কী তাহলে আমের আকাল হতে চলেছে? এক আম ব্যবসায়ীর কথায়, পশ্চিমবঙ্গ থেকে আম লক্ষ্ণৌ, বিহার, উত্তর প্রদেশ, দিল্লি সমস্ত জায়গায় যায়। কিন্তু এবারে ফলন কম হওয়ার কারণে বাইরে পাঠানো যায়নি। পাশাপাশি আমের দামও আকাশ ছোঁয়া। মূলত বৃষ্টিপাত না হওয়ার কারণেই ফলন কম বলে জানিয়েছেন তিনি। সেই কারণেই দামও অনেক বেশি আগের বছরের তুলনায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *