West Bengal Latest News,তৃতীয় বিয়ের প্রতিবাদ করায় দ্বিতীয় স্ত্রীকে বেধড়ক মার, মালদায় শোরগোল – malda man allegedly beat his second wife after she protest for his third marriage


প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় স্ত্রীকে লুকিয়ে তৃতীয় বিয়ে! মালদার সাদিকুল শেখের কীর্তিতে শোরগোল। অভিযোগ, স্বামীর এই কাণ্ড জানতে পেরে দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রতিবাদ করতে গেলে তাঁকে মারধর করার অভিযোগ উঠেছে সাদিকুলের বিরুদ্ধে।সাদিকুলের দ্বিতীয় পক্ষের স্ত্রীর দাবি, স্বামী যে আগেও বিয়ে করেছেন তা তিনি জানতেন না। পরে জানতে পারেন এই বিষয়ে। তৃতীয়বার সাদিকুল বিয়ে করেছেন শুনে ক্ষোভে ফেটে পড়েন তিনি। কিন্তু, তৃতীয় বিয়ের প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করেন স্বামী, অভিযোগ এমনটাই। এদিকে বোনকে মারধর করায় সাহায্যের জন্য এগিয়ে আসেন আক্রান্তের দিদিও। তিনি তাঁর উপরেও চড়াও হন সাদিকুল অভিযোগ এমনটাই। আক্রান্ত চার জন আপাতত মালদা মেডিক্যাল কলেজে ভর্তি। ঘটনা ঘিরে তুলকালাম মালদার ইংলিশ বাজার থানার যদুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেষ্টপুর এলাকা।

সাদিকুলের দ্বিতীয় স্ত্রী সাহেদা বিবির অভিযোগ, তাঁর স্বামী আগে বিয়ে করেছেন তা তাঁর জানা ছিল না। বিয়ের পর তিনি তা জানতে পারেন। পরিস্থিতির চাপে সবকিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করেন তিনি। তাঁদের তিন ছেলে মেয়ে রয়েছে। কিন্তু, বৃহস্পতিবার হঠাৎই তাঁর স্বামীপাটনায় তৃতীয় বিয়ে করে। রাত্রে বিষয়টি জানতে পেরে স্বামীর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন তিনি। এরপরেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন দিদি আয়েশা বিবি,ভাগ্নে ফারাজুল শেখ এবং জামাইবাবু রাজু শেখ। তখন তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। আপাতত তাঁরা চারজনেই মালদা মেডিক্যাল কলেজে ভর্তি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ বলেন, ‘ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাদিকুলের চরিত্র নিয়ে আমাদের কিছু জানা ছিল না। এখন এই অভিযোগগুলি ওঠার পর আমরাও চমকে উঠেছি। ও এই রকম কিছু করতে পারে আমরা ভাবতেও পারিনি।’

চোর সন্দেহে সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে মারার অভিযোগ, তদন্তে বারুইপুর থানা

ইতিমধ্যেই ঘটনাটির বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন সাদিকুলের দ্বিতীয় স্ত্রী। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। ঘটনাটির প্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে যাঁকে নিয়ে এত হইচই সেই সাদিকুলের কী মন্তব্য? এখনও পর্যন্ত তিনি এই নিয়ে কোনও মন্তব্য করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *