সাদিকুলের দ্বিতীয় স্ত্রী সাহেদা বিবির অভিযোগ, তাঁর স্বামী আগে বিয়ে করেছেন তা তাঁর জানা ছিল না। বিয়ের পর তিনি তা জানতে পারেন। পরিস্থিতির চাপে সবকিছু মেনে নিয়ে সংসার করতে শুরু করেন তিনি। তাঁদের তিন ছেলে মেয়ে রয়েছে। কিন্তু, বৃহস্পতিবার হঠাৎই তাঁর স্বামীপাটনায় তৃতীয় বিয়ে করে। রাত্রে বিষয়টি জানতে পেরে স্বামীর তৃতীয় বিয়ের প্রতিবাদ করেছিলেন তিনি। এরপরেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন দিদি আয়েশা বিবি,ভাগ্নে ফারাজুল শেখ এবং জামাইবাবু রাজু শেখ। তখন তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। আপাতত তাঁরা চারজনেই মালদা মেডিক্যাল কলেজে ভর্তি। এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য সুলতান শেখ বলেন, ‘ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাদিকুলের চরিত্র নিয়ে আমাদের কিছু জানা ছিল না। এখন এই অভিযোগগুলি ওঠার পর আমরাও চমকে উঠেছি। ও এই রকম কিছু করতে পারে আমরা ভাবতেও পারিনি।’
ইতিমধ্যেই ঘটনাটির বিষয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন সাদিকুলের দ্বিতীয় স্ত্রী। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। ঘটনাটির প্রেক্ষিতে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
এদিকে যাঁকে নিয়ে এত হইচই সেই সাদিকুলের কী মন্তব্য? এখনও পর্যন্ত তিনি এই নিয়ে কোনও মন্তব্য করেননি।