West Bengal Lok Sabha Election,শেষ দফায় বাংলার নয়টি কেন্দ্রে অগ্নিপরীক্ষা, ভোট সপ্তমী একনজরে – west bengal lok sabha election 2024 phase 7 know the details


রাত পোহালেই দেশের শেষ দফার নির্বাচন সংগঠিত হতে চলেছে। দেশের প্রধানমন্ত্রী কে হবেন? মানুষের রায়দানের জন্য মোট সাত দফায় ভোটগ্রহণের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। জনগণের মতামত গ্রহণের শেষ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল। রাজ্যের মোট নয়টি কেন্দ্রে ভোটগ্রহণ হতে চলেছে শনিবার।

নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকছে?

শেষ দফায় বাংলায় মোতায়েন থাকবে ৯৬৭ কোম্পানি বাহিনী। ১০০ শতাংশ বুথেই হবে ওয়েব কাস্টিং। ৯ টি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট QRT/কুইক রেসপন্স টিম থাকবে ১৯৫৮ টি। এর মধ্যে বারাসাত পুলিশ জেলা ১৪৭ সেকশন, ব্যারাকপুর পুলিশ জেলায় ২০৪ সেকশন, বারুইপুর পুলিশ জেলায় ২৪২টি সেকশন, বসিরহাট পুলিশ জেলায় ১৭৫ সেকশন, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় ২৩৯ সেকশন, ডায়মন্ড হারবার পুলিশ জেলা ১৬৯ সেকশন, কলকাতা পুলিশ এলাকায় ৬০০ সেকশন, সুন্দরবন পুলিশ জেলায় ১৬৬ সেকশন থাকবে।অবাধ নির্বাচনে কী ব্যবস্থা?
এছাড়াও স্ট্যাটিক সার্ভিলেন্স টিম , ফ্লাইং স্কোয়াড টিম , নাকা চেকিং এবং নাইট পেট্রোলিন এর জন্য কিউআরটি থাকছে। পাশাপাশি কলকাতা, বিধান নগর এলাকার বহুতল এবং বস্তি এলাকায় গুলিতে ৭০২ কিউআরটি থাকছে। কলকাতা এবং বিধাননগরে প্রায় ৫৫ টি বহুতল থেকে এবং বস্তি এলাকা গুলি তে বিশেষ নজর দারি চলবে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে খবর রাজা বাজার বস্তি এলাকায় বিশেষ নজরদারি। বেশ কিছু বহুতল গুলি যেগুলি থেকে নজরদারি চালানো হবে, সেগুলি হল – ব্যারাকপুর মানিকতলা নারকেলতলা রাজাবাজার শিয়ালদহ , মারলিন, রুক্মিণী, পরাগমনি, কনমেন্ট গার্ডেন রাজাবাজার, শিয়ালদা এলাকায়।

রাজ্যের নয়টি কেন্দ্রে ভোট সপ্তমী, পর্যবেক্ষকদের অভিযোগ জানাতে রইল নম্বর
নজরকাড়া প্রার্থী কারা?
কলকাতার দুটি আসন সহ উত্তর ২৪ পরগনার তিনটি কেন্দ্র এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার চারটি লোকসভা কেন্দ্রে আগামীকাল ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার আসন, রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উত্তর কলকাতা আসন, যেখানে বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস রায়। রয়েছে দক্ষিণ কলকাতা আসন, যেখানে তৃণমূল প্রার্থী মালা রায়, বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম। রয়েছে বহু চর্চিত সন্দেশখালি খ্যাত বসিরহাট আসন। যেখানে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে লড়ছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র ও সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। থাকছে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বারাসত আসন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ও সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর দমদম আসনেও ভোটগ্রহণ রয়েছে শেষপর্বে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *