সপ্তম দফার নির্বাচনে সকালেই উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলির মেরিগঞ্জ এলাকায়। পুকুরে ফেলে দেওয়া হল ইভিএম ও ভি ভি প্যাট। তৃণমূল ঢুকতে বাধা দিচ্ছে, এই ভিযোগ তুলে গ্রামের মহিলারাই ইভিএম ও ভি ভি প্যাট পুকুরে ফেরে দিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও পালটা তৃণমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই জলে ফেলে দিয়েছে ইভিএম।অভিযোগ, এদিন ৪০ ও ৪১ নম্বর বুথে এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়। এমনকী গ্রামের মহিলাদেরও ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। এরপরেই গ্রামের মহিলারা একজোট হয়ে ইভিএম ও ভি ভি প্যাট পুকুরের জলে ফেলে দেন বলে জানা যাচ্ছে। ঘটনায় জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কাণ্ডারি বলেন, ‘৪১ ও ৪১ নম্বর বুথে এজেন্টদের বসতে না দেওয়ার গ্রামের মহিলারা জমায়েত করেন। তাঁদের দাবি এজেন্টদের বসতে দিতে হবে। কিন্তু শাসকদল বাধা দেয়। এজেন্টদের বসতে দিতে চাইছে না। সেই জন্য সমস্ত মহিলারা একজোট হয়ে ব্যালট বক্স (ইভিএম ও ভি ভি প্যাট ফেলা হয়েছে) জলে ফেলে দিয়েছে।’
যদিও বিজেপির এই অভিযোগ কোনওভাবেই মানতে রাজি নয় তৃণমূল। এই বিষয়ে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলের দাবি, ‘ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। বিজেপির দুষ্কৃতীরা জোর করে ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়।’ যদিও এই ঘটনার ফলে ভোট প্রক্রিয়ায় কোনওরকম প্রভাব পড়েনি বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
যদিও বিজেপির এই অভিযোগ কোনওভাবেই মানতে রাজি নয় তৃণমূল। এই বিষয়ে কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলের দাবি, ‘ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। বিজেপির দুষ্কৃতীরা জোর করে ইভিএম ছিনিয়ে নিয়ে গিয়ে জলে ফেলে দেয়।’ যদিও এই ঘটনার ফলে ভোট প্রক্রিয়ায় কোনওরকম প্রভাব পড়েনি বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর।
আরও জানতে রিফ্রেশ করুন…