হুইল চেয়ারে মাকে নিয়ে বুথে, সঙ্গী শুভশ্রীও, সকাল সকাল ভোট ‘ফ্যামিলি ম্যান’ রাজের – raj chakraborty and subhashree ganguly cast their vote


ভোট উৎসবে গা ভাসালেন তারকারাও। শনিবার সপ্তম তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন বাংলায় মোট নয়টি আসনে ভোট। শেষ দফার ভোটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন একাধিক তারকা। এদিন বেলা ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার এক বুথে দেখা গেল পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে ছিল তাঁদের পরিবারের অন্যান্য সদস্যরাও। এদিন রাজের মাকে হুইল চেয়ারে করে ভোটকেন্দ্রে আনেন তাঁর সন্তানরা।সাদা কুর্তি এবং জিন্সে এদিন ভোট কেন্দ্রে দেখা যায় শুভশ্রীকে। রাজের পরনে ছিল সাদা টি শার্ট এবং জিন্স। দুই জনের চোখ ঢাকা ছিল সানগ্লাসে। তৃণমূল বিধায়ক তথা অভিনেতা রাজ চক্রবর্তী এদিন বলেন, ‘মানুষের ভোট দেশের ভবিষ্যৎ গড়ার জন্য মহামূল্যবান। সকলেরই ভোট দেওয়া উচিত। এই উৎসবে গা ভাসানোর জন্য সকলকে আহ্বান জানাচ্ছি।’ একই সুর শোনা গেল ‘রাজ-গিন্নি’-র কণ্ঠেও।

ভোট দেওয়ার পর শুভশ্রী বলেন, ‘প্রত্যেকেরই ভোটাধিকার প্রয়োগ করা উচিত। মা নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন ভোট দেওয়ার জন্য়। আমরা তাঁদের নিয়ে এসেছি। সকলের কাছে আবেদন, নিজের ভোটটা দিন। দেশের ভবিষ্যৎ গড়ার জন্য মানুষের মতামত অত্যন্ত প্রয়োজনীয়।’

একাধিক সেলেবরা এদিন ভোট দেন। ঋতাভরী চক্রবর্তী তাঁর দিদি চিত্রাঙ্গদা এবং মায়ের সঙ্গে ভোটদান করেন এবং ছবিও তোলেন। এদিকে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র এদিন প্রথম নিজের কেন্দ্রে ভোট দেন। সোনারপুর দক্ষিণ বিধানসভার লাঙ্গলবেড়িয়ার একটি প্রাথমিক স্কুলে তিনি ভোট দেন। অভিনেত্রী নুসরত জাহানও এদিন ভোটদান করেন। বাবা এবং মায়ের সঙ্গে ভোটদান করেন অভিনেত্রী রাইমা সেনও। ভোটকেন্দ্রের বাইরে তাঁদের হাসিমুখে পাপারাৎজির ছবি তোলার অনুরোধে সাড়া দিতেও দেখা যায়।

অন্যদিকে, এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ। তিনি বাড়ি থেকে বার হওয়ার আগে শিব পুজো করেন। এরপর তিনি ভোট দিতে যান। শিবলিঙ্গে জল ঢালেন তিনি। এরপর ফুল, মোমবাতি দিয়ে আরতি করেন।

মিঠুনের ভোটদান নিয়ে উত্তেজনা, উঠল ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, কী বললেন ‘মহাগুরু’?

সায়নী ঘোষের রাজনীতিতে আসার পরও অতীতের একটি বিতর্কিত পোস্ট নিয়ে সমালোচনা অভিনেত্রীর পিছু ছাড়েনি। তবে অভিনেত্রীর স্পষ্ট দাবি, বিরোধীরা কোনও রাজনৈতিক ইস্যু না পেয়ে এই সমস্ত মন্তব্য করছে। তিনি প্রচারও শুরু করেছিলেন শিব মন্দিরে পুজো দিয়ে। এই প্রথমবার লোকসভা নির্বাচনে লড়ছেন সায়নী। উল্লেখ্য, ১ জুন শেষ হচ্ছে লোকসভা নির্বাচন এবং ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *