Deepika Padukone Baby Bump : বেবি বাম্প আগলে মায়ের সঙ্গে ডিনারে দীপিকা – deepika padukone flaunts her baby bump as she went for dinner with mother ujjala padukone watch entertainment video


Embed

মা হতে চলেছেন দীপিকা পাডুকোন, এই খবর অফিসিয়ালি জানিয়ে দেওয়ার পর থেকেই দীপিকাকে নিয়ে উন্মাদনা দ্বিগুণ হয়েছে বলা যায়। গ্লো করছেন দীপিকা পাডুকোন। মেয়ের এই স্পেশাল সময়ে তাঁর কাছে থাকতে বেঙ্গালুরু থেকে উড়ে এসেছেন উজ্জ্বলা পাডুকোন (Bollywood News)। শুক্রবার রাতে মায়ের সঙ্গে ডিনারে গিয়েছিলেন দীপিকা। ব্ল্যাক ড্রেসের সঙ্গে ডেনিম জ্যাকেট টিমআপ করেন নায়িকা (Deepika Padukone News)। গালে টোল ফেলা তাঁর সেই হাই ভোল্টেজ হাসির জেল্লা যেন আরও খানিকটা বেড়ে গিয়েছে। যত্নে আগলে রাখলেন বেবি বাম্প। আর এই এক্সক্লুসিভ ভিশ্যুয়াল আমরা লেন্সবন্দি করে আনলাম জাস্ট আপনাদের জন্যে। বেবি বাম্প আগলে মায়ের সঙ্গে ডিনারে গেলেন বলি অভিনেত্রী দীপিকা। আসুন দেখে নিন এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *