Fake Currency,ভোটের আগের দিন লাখ লাখ জাল নোট উদ্ধার, আলোচনার কেন্দ্রে সেই বসিরহাট – huge fake currency recovered from basirhat a day before election


১ তারিখ বসিরহাট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার আগেরদিন রাতে অর্থাৎ ৩১ মে বসিরহাট থেকে উদ্ধার হয়েছে লাখ লাখ জাল নোট। শুক্রবার রাতে বসিরহাট থানার ঢিল ছোড়া দুরত্বে একটি আবাসন থেকে ওই নোট উদ্ধার করে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আট জনকে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এর সঙ্গে ভিন রাজ্যের যোগাযোগ রয়েছে।জানা গিয়েছে, একাধিক প্যাকেটে ভর্তি ৫০০, ২০০ টাকার নোট পাওয়া গিয়েছে। শনিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সেই অঙ্কটা ২২ লাখ ছিল। তবে পুরোটাই জাল নোট। পুলিশ জানায়, বসিরহাট পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের একটি বহুতল আবাসনের পাঁচ তলার একটি ঘর থেকে ওই বান্ডিল বান্ডিল জাল টাকা পাওয়া গিয়েছে। ভোটের ঠিক আগের রাতে বিপুল টাকা উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায়।

কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে? তা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখযোগ্যভাবে, বসিরহাট কেন্দ্রটি এই লোকসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে থেকেই বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি দফায় দফায় তপ্ত হয়েছিল।

স্থানীয় নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে উঠেছিল একাধিক অভিযোগ। স্থানীয় মহিলারা তাঁর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাংলায় ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ, কেন্দ্রীয় নেতারা পর্যন্ত বিঁধেছিল তৃণমূল সরকারকে।

যদিও কিছুদিন আগেই সন্দেশখালির বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে বিজেপি নেতাকে ক্যামেরায় বলতে শোনা যাচ্ছে, টাকার বিনিময়ে মহিলাদের দিয়ে এই সমস্ত অভিযোগ করানো হয়েছিল (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল)। সব মিলিয়ে লোকসভা নির্বাচনজুড়ে ‘টক অফ দ্য টাউন’ ছিল সন্দেশখালি।

এদিকে সন্দেশখালির ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্রকে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে, প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরই তিনি ফোন পান নরেন্দ্র মোদীর। রাতারাতি লাইম লাইটে চলে আসেন রেখা পাত্র।

সপ্তম দফায় নজরে বসিরহাট, হাড্ডাহাড্ডি লড়াই রেখা-হাজি নুরুলের, ভোট বাক্সে কোন ‘সন্দেশ’?

অন্যদিকে, ২০১৯ সালে বসিরহাট কেন্দ্র থেকে নুসরত জাহানকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু, এবার আর এই সেলেবকে টিকিট দেওয়া হয়নি। বরং বসিরহাট লোকসভা কেন্দ্রের ‘ভূমিপুত্র’ হাজি নুরুল ইসলামকে প্রার্থী করেছে রাজ্য়ের শাসক দল। এখন দেখার শেষমেশ এই কেন্দ্র থেকে জয় ছিনিয়ে আনেন কোন প্রার্থী?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *