- Jan Ki Baat-এর সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে তৃণমূল ১৬ থেকে ১৮টি, বিজেপি ২১ থেকে ২৬টি এবং বাম কংগ্রেস জোট ৩টি আসন পেতে পারে।
- সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় বলছে বাংলায় তৃণমূল পেতে পারে ১৩ থেকে ১৭টি আসন, বিজেপি ২৩ থেকে ২৭ আসন, বাম-কংগ্রেস ১ থেকে তিন। তবে বুথ ফেরত সমীক্ষা ‘ধ্রুব সত্য’ নয়। অনেক সময় দেখা গিয়েছে তা ১০০ শতাংশই বদলে গিয়েছে।
- ‘রিপাবলিক’-এর এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে ২২ টি আসন, তৃণমূল ২০টি আসন। বাম এবং কংগ্রেসকে শূন্য দেওয়া হয়েছে।
বাংলার ৪২টি কেন্দ্রের নির্ভুল এক্সিট পোল তুলে ধরবে এই সময় ডিজিটাল। শেষ দফার ভোট শেষ হওয়ার পর প্রকাশিত হবে বুথফেরত সমীক্ষার ফলাফল। ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। এদিনের এক্সিট পোল নিঃসন্দেহে ফলাফলের পূর্বাভাস দেবে, মতামত বিশেষজ্ঞ মহলের।
নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক ১ জুন সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কোনও ধরনের এক্সিট পোলের রিপোর্ট সামনে আনা যাবে না। এরপর পরবর্তী সময় থেকে ধীরে ধীরে সামনে আসবে বুথ ফেরত সমীক্ষার ফলাফল।
কী এই বুথফেরত সমীক্ষা?
এক্ষেত্রে ভোটারদের থেকে তাঁদের পছন্দের প্রার্থী এবং দলের সম্পর্কে জানতে চাওয়া হয়। ভোটদান করে বার হওয়ার মুহূর্তে ভোটারদের মতামত জানতে চাওয়া হয়। এর উপর ভিত্তি করে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। তবে সবসময় যে বুথ ফেরত সমীক্ষার রিপোর্টের সঙ্গে ভোটের ফলাফল হুবহু মিলে যায় তা নয়। অতীতে একাধিক সময় দেখা গিয়েছে এক্সিট পোলের রিপোর্ট পুরোপুরি বদলে গিয়েছে ফলাফলে।
বাংলায় ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে ২০১৯ সালে ১৮টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। কংগ্রেস পেয়েছিল দুটি আসন। ২২টি আসন পেয়েছিল তৃণমূল। লোকসভা নির্বাচনের প্রচারে একাধিকবার রাজ্যে এসেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে একাধিক কেন্দ্রীয় নেতা। অন্যদিকে, রাজ্যজুড়ে প্রচার ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা নির্বাচনে কার দখলে কতগুলি আসন? সেই দিকে সব নজর।
আপডেট পেতে রিফ্রেশ করতে থাকুন…