LIVE Lok Sabha Election West Bengal : একটু পরেই ভোট সপ্তমীর যুদ্ধ শুরু, একগুচ্ছ হেভিওয়েটের ভাগ্য নির্ধারণ – west bengal lok sabha election 2024 live update phase 7 polling


আজ সপ্তম তথা শেষ দফার লোকসভা নির্বাচন। দেশের আরও বেশকিছু রাজ্যের সঙ্গে ভোট রয়েছে বাংলাতেও। এদিন রাজ্যে মোট ৯ কেন্দ্রে ভোটগ্রহণ। এদিন ভোট কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, দমদম, বারাসত ও বসিরহাট লোকসভা কেন্দ্রে। এর মধ্যে ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর, বসিরহাট, যাদবপুরের মতো কেন্দ্রগুলির দিকে বিশেষ নজর রয়েছে রাজনৈতিকমহলের। সপ্তম দফার ভোটে ভাগ্য নির্ধারণ হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায়, প্রদীপ ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য, সায়নী ঘোষ, মালা রায়, সৌগত রায়, সুজন চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার, রেখা পাত্রর মতো হেভিওয়েট প্রার্থীদের।

  • মধ্যরাতে পতাকা লাগানকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ ভাঙড়ে। তৃনমূল কর্মীর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ আইএসএফ-এর বিরুদ্ধে। অন্যদিকে আইএসএফ কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • রাতভর ভাঙরে বিভিন্ন জায়গায় বোমাবাজির অভিযোগ। বোমের আওয়াজে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। আই এসএফ-এর দাবি ভাঙড়ে সারারাত তাণ্ডব চালিয়েছে তৃণমূল। পালটা তৃণমূলের দাবি রাতভর বোমাবাজি করেছে আইএসএফ।
  • ভোটের আগে আইএসএফ প্রার্থীর গাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর গাড়ি। ভাঙা গাড়ি নিয়ে রাতে ভাঙড় থানায় অভিযোগ দায়ের আইএসএফ প্রার্থীর। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

নির্বাচন অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই কারণে থাকছে স্ট্যাটিক সার্ভিলেন্স টিম, ফ্লাইং স্কোয়াড টিম, নাকা চেকিং। এছাড়াও নাইট পেট্রোলিংয়ের জন্য থাকছে জন্য কিউআরটি। পাশাপাশি কলকাতা ও বিধান নগর এলাকার বহুতল এবং বস্তি এলাকাগুলিতে ৭০২ কিউআরটি থাকছে।

অন্যদিকে এদিন বরানগর বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। তাপস রায় বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় ওই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। নির্বাচনে বিজেপির তরফ থেকে লড়াই করছেন সজল ঘোষ। তৃণমূল দাঁড় করিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। আর সিপিএম-এর তরফে দাঁড়িয়েছেন তন্ময় ভট্টাচার্য। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই আসনেও নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *