বাংলায় বর্ষার প্রবেশ
৩১ মে বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তবে তা উত্তরবঙ্গে। এর ফলে আগামী সাত দিন উত্তরবঙ্গের প্রতিটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেরালাতেও এই বছর স্বাভাবিক সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে। আবহবিদদের কথায়, এই বছর স্বাভাবিক হবে বর্ষা। অন্তত পূর্বাভাস এমনটাই।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি হল-কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এর মধ্যে তিনটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।
এই জেলাগুলি হল বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান। সেখানে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত হতে পারে জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
যেহেতু উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে ফলে সেখানে আগামী তিন দিন সমস্ত জেলাতে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা-এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আপাতত মঙ্গলবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে বলে জানা যাচ্ছে।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
শুক্রবার বৃষ্টিপাতের দরুন শনিবার শহর কলকাতার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমেছে। শনিবার শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস কম এবং শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ।