পরবর্তীকালে, দার্জিলিঙে নতুন করে প্যারাগ্লাইডিং চালু করা হয়েছে। দার্জিলিংয়ের সেন্ট পলস থেকে লেবং পর্যন্ত প্রায় আড়াই কিমি এই প্যারাগ্লাইডিংয় নতুন করে চালু করা হয়েছে। তবে, প্যারাগ্লাইডিংয়ের জন্য পর্যটকদের আগে বুকিং করতে হবে। হোটেল পিক আপ ড্রপের সুবিধা দেওয়া হচ্ছে এই প্যারাগ্লাইডিংয়ে। যদিও, গত কয়েক মাসে প্রতিকূল পরিবেশের জন্য এটিকে মাঝেমধ্যে বন্ধ রাখা হয়েছে।
দার্জিলিঙের পাশাপাশি কার্শিয়াং-এও আগামী দিনে প্যারাগ্লিডিং চালু করার কথা আগেই ভাবা হয়েছিল। মে মাসের শুরুতেই এই বিষয়ে চিন্তাভাবনা করা হয়েছিল। সেইমতো, কার্শিয়াং রোহিণী প্যারাগ্লাইডিং চালু করা হচ্ছে। গিদ্দে পাহাড় থেকে রোহিণী তিন কিলোমিটার পথ প্যারাগ্লাইডিং করা আজবে। মাথা পিছু খরচ হবে সাড়ে তিন হাজার টাকা।
দার্জিলিঙে যে আড়াই কিমি প্যারাগ্লিডিং চালু করা হয়েছিল, সেখানে পর্যটকদের জন্য মাথা পিছু মোট খরচ পড়ছে ৩৫০০ টাকা। কার্শিয়াঙের প্যারাগ্লাইডিংয়ের জন্যেও একই ভাড়া নেওয়া হচ্ছে। প্যারাগ্লাইডিং চালু করার পর খুশি পর্যটন ব্যবসায়ীরাও। এই পরিষেবার কারণে আগের তুলনায় পর্যটকদের সংখ্যা বাড়বে বলেই আশা করছেন তাঁরা। এমনিতেই, দার্জিলিং ভ্রমণ করতে গেলেও আশপাশে কালিম্পঙ, কার্শিয়াং বেড়াতে যান অনেক পর্যটকরাই। এবার তাঁদের কাছে একটা বাড়তি আকর্ষণ থাকছে এই প্যারাগ্লাইডিং। সেক্ষেত্রে আগামী দিনে প্যারাগ্লাইডিং পরিষেবা সফল হবে বলেই মনে করা হচ্ছে।