Rekha Patra : ‘ভালো লাগল!’ ‘হটস্পট’ সন্দেশখালিতে ভোট নির্বিঘ্নে? কী প্রতিক্রিয়া রেখার? – basirhat bjp candidate rekha patra reaction during last phase lok sabha election


ভোট পূর্ববর্তী সময়ে চূড়ান্ত ‘অশান্তি’ দেখা গিয়েছে সন্দেশখালিতে। সেই সন্দেশখালিতেই ‘শান্তিপূর্ণ’ ভোট হচ্ছে বলে দাবি করলেন সন্দেশখালি আন্দোলনের অন্যতম মুখ তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। কিছু জায়গায় অভিযোগ থাকলেও কমিশন যথাযথ ব্যবস্থা নেবে বলে দাবি করেন তিনি।এদিন সকাল সকালই ভোট দেন বিজেপি প্রার্থী। এরপরেই বসিরহাট থেকে সন্দেশখালি উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রেখা কখনও জলপথে, কখনও পায়ে হেঁটে, কখনও গাড়ি করে বসিরহাট লোকসভা জুড়ে ঘুরে বেড়ান। নিজের ভোটদানের পর রেখা বলেন, ‘এই বছরের নির্বাচন প্রক্রিয়া নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। সেই অর্থে কোন অভিযোগ নেই। ২০১১ থেকে যা করতে পারিনি, তা এবছর করতে পেরেছি।’

সন্দেশখালির সার্বিক ভোটচিত্র দেখে তিনি জানান, সন্দেশখালি পরিবেশ দেখে তাঁর ভালো লেগেছে। শান্তিপূর্ণ ভাবে এ বছর ভোট দিতে পেরেছে সন্দেশখালির মানুষ। সাংবাদিকদের কাছে কিছু অভিযোগ থাকলেও তাঁর কাছে কোনও নির্দিষ্ট অভিযোগ নেই। কিছু জায়গায় বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছিল। তবে রেখার দাবি, কেউ চক্রান্ত করে এমন কিছু করলেও নির্বাচন কমিশনের তরফ থেকে নজর রাখা হচ্ছে। তারাই ব্যবস্থা নেবে। তৃণমূল বিক্ষোভ করলেও রেখা পাত্র কোনও তর্কবিতর্কে যাননি। তাঁর বিশ্বাস সবকিছু শান্তিপূর্ণ ভাবেই চলছে।

‘কষ্টে আমার বুকটা হাহাকার করছে’ হিঙ্গলগঞ্জে রেখা পাত্র

সন্দেশখালি এলাকায় শেখ শাজাহানের বাড়িতে ইডি হানার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর থেকেই শুরু হয় আন্দোলন। স্থানীয় কিছু মহিলারা লাগাতার আন্দোলন শুরু করেন সন্দেশখালিতে। জমি দখল, জমি নিয়ে ভেড়ি নির্মাণ সহ একাধিক অভিযোগ ছিল গ্রামবাসীদের। পরবর্তীকালে সন্দেশখালিতে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগ সামনে নিয়ে আসা হয়। সেই সময় থেকেই সন্দেশখালি আন্দোলনের অন্যমত মুখ হয়ে উঠেছিলেন রেখা। পরবর্তীতে তাঁকে প্রার্থী করে বিজেপি। রেখার সঙ্গে সরাসরি ফোনে কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভোটের আগের দিন লাখ লাখ জাল নোট উদ্ধার, আলোচনার কেন্দ্রে সেই বসিরহাট
এদিকে, সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা ‘সাজানো’ বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। একের পর এক এই সংক্রান্ত স্টিং অপারেশনের ভিডিয়ো সামনে আসতে থাকে। মহিলাদের অর্থের বিনিময়ে ‘মিথ্যা’ অভিযোগ করানো হয় বলে অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফে। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে হাজি নুরল ইসলাম। অন্যদিকে, সিপিএমের হয়ে এই আসন থেকে লড়ছেন সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *