দিলীপ ঘোষ,’আমাদের দলেও আছে, ব্ল্যাকমেল করে টাকা তোলে’, দিলীপের মন্তব্যে তুমুল শোরগোল – bjp leader dilip ghosh big comment between lok sabha election


‘বিজেপির মধ্যেও এমন কিছু মানুষ আছে, যারা দলকে ব্ল্যাকমেল করে টাকা তোলে’, সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এমনই বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা তথা বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষের। বর্ধমানে ভোটের পর বিজেপির এজেন্টদের মধ্যে টাকা পয়সা নিয়ে কোনও সমস্যা তৈরি হচ্ছে? সংবামধ্যমের এহেন প্রশ্নের মুখে দিলীপ ঘোষ বলেন, ‘কেউ কেউ প্রচার করেছেন। এটা দলের খবর নয়। এটা খবরই নয়। এই ধরনের লোক আমাদের দলেও অনেকদিন ধরেই আছে। তারা দলকে ব্ল্যাকমেল করে টাকা তোলে, খায়। এবার আর ব্ল্যাকমেল করে কাজ হচ্ছে না। কারণ এই ধরনের যারা এজেন্ট, যারা দু’দিকে পা দিয়ে চলে, তাদের আর বিজেপি পাত্তা দিচ্ছে না। এদের বাদ দিয়েই বিজেপি জিতছে। যাদের কথাবার্তা কেউ শোনে না, তারা এইসব কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় লেখে।’প্রসঙ্গত, ভোটের পরেও রাজনৈতিক উত্তাপ অব্যাহত বর্ধমান শহরজুড়ে। মাঝে আর মাত্র ২ দিনের অপেক্ষা। তারপরেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। তাঁর মধ্যেই এহেন মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। শনিবার বর্ধমান শহরের বাদামতলা এলাকায় চৌধুরী মার্কেট এলাকায় যান দিলীপ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন এই বিজেপি নেতা। সেক্ষেত্রে ভোটের ফলাফলের আগেই দিলীপ ঘোষের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিকমহলে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।

উল্লেখ্য, এর আগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গত মাসেই কৃষকবন্ধুর টাকা জোর করে কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে বিজেপির চার কর্মীর বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের হয় থানায়। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে।

জানা যায়, গত বছর সেপ্টেম্বর মাসে ওই গ্রামের বাসিন্দা মারা যান। তাঁর কৃষকবন্ধু কার্ড রয়েছে। অভিযোগ, মোহন সিংয়ের পরিবারের কাছ থেকে কৃষকবন্ধুর ১ লাখ কুড়ি হাজার টাকা জোর করে কেড়ে নেয় বিজেপির ৪ কর্মী। তৎপর্যপূর্ণ বিষয়, অভিযুক্ত চারজনই পেশায় শিক্ষক। সেই ঘটনায়, বেলদা থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে মোহন সিংয়ের পরিবার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। ঘটনায়, রীতিমতো অস্বস্তিতে পড়ে বিজেপি। গেরুয়া শিবির অবশ্য এই ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি তারা। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এবার দলেরই একাংশ টাকা তোলে বলে কার্যত স্বীকার করে নিতে দেখা গেল দিলীপ ঘোষকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *