ভোট শেষ হতেই এবার পুলিসি ধরপাকড়! পথে মহিলারা, ফের উত্তপ্ত সন্দেশখালি! West Bengal Loksabha Election 2024 local stage protest against police in Sandeshkhali


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভোট শেষ, কিন্তু অশান্তি থামছে না! পুলিসি ধরপাকড়ের বিরুদ্ধে এবার রীতিমতো বাঁশ, লাঠি নিয়ে পথে নামলেন মহিলা। ফের রণক্ষেত্র সন্দেশখালি।

আরও পড়ুন:  Sukanta Majumdar: ‘উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে’, ফল প্রকাশের আগেই সুকান্তর মুখে এনকাউন্টারের হুঁশিয়ারি

ভোটে লাগাতার অশান্তি। গতকাল, শনিবার দিনভর উত্তপ্ত ছিল সন্দেশখালি। এরপর সন্ধেয় গয়েরমারি এলাকায় আক্রান্ত হয় পুলিস। মাথা ফেটে যায় সন্দেশখালির থানার এসআই সাগর গাজির। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ক্য়ানিং মহকুমা হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর রাতেই অবশ্য ছেড়ে দেওয়া হয় ওই পুলিস আধিকারিককে।

আরও পড়ুন:  West Bengal Weather Update: কবে থেকে রাজ্যে বর্ষামঙ্গল? জেনে নিন, ক’দিন চলবে দাবদাহ, ঝড়বৃষ্টিই-বা কবে…

এদিকে ভোট-পরবর্তী হিংসা রুখতে স্রেফ ১৪৪ ধারা জারি নয়, সন্দেশখালিতে পুলিসের উপর হামলার অভিযোগে শুরু হয় ধরপাকড়। এদিন সকালে সাধন বাগচি নামে এক ব্যক্তিকে বাড়িতে তুলে নিয়ে যায় পুলিস। কেন? ক্ষুদ্ধ গ্রামবাসীরা। সাধনকে ছিনিয়ে নিয়ে যান মহিলারা। পুলিসের বিরুদ্ধে পাল্টা অত্যাচারের অভিযোগ দেখাতে থাকেন তাঁরা। 

শনিবার সপ্তম তথা শেষ দফায় ভোট হয়ে দিয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রের মধ্যেই সন্দেশখালি। বসিরহাটে এবার বিজেপি প্রার্থী সন্দেশখালিরই ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্র। বিপক্ষে তৃণমূলের হাজি নুরুল ইসলাম। মঙ্গলবার ভোটগণনা ও ফলপ্রকাশ। আজ, রবিবার সকাল থেকে মঙ্গলবা সকাল পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *