শেষ দফার ভোট শেষ হতে না হতেই গভীর রাতে তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি! post poll violence in Bhatpara after seventh or last phase of West Bengal Loksabha Election 2024


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের পরেও শান্তি নেই। সপ্তম দফা নির্বাচন মিটতে না মিটতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পুরসভা অঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটল। সিসিটিভি-তে দেখাও যাচ্ছে, তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফাটল। নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করলেন। শাসকদলের তরফে এমনও বলা হল, ২০১৯ -র প্রতিচ্ছবি দেখবে না নৈহাটি ও ব্যারাকপুরবাসী। 

আরও পড়ুন: West Bengal Loksabha Election 2024: পরপর দু’টি গুলি করে ‘খুন’ করার পরে নৃশংসভাবে মাথা কেটে নিল ওরা!…

বোমাবাজি ভাটপাড়াতেও! ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে পড়ল বোমা। ভাটপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ইলেকশন এজেন্ট প্রিয়াংকু পান্ডের বাড়ির পাশে মাঠের মধ্যে রাতের অন্ধকারে পড়ল বোমা। ওই বিজেপিকর্মীর অভিযোগ, ভোটগণনা যত এগিয়ে আসছে, তত ভাটপাড়া অঞ্চলে সন্ত্রাস করার চেষ্টা করা হচ্ছে। ভাটপাড়া থানার পুলিস তাঁর বাড়ির সামনে টাঙানো সিসিটিভি ক্যামেরা থেকে ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছে। কিন্তু এই  ঘটনায়, ভাটপাড়া থানা এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি।

এদিকে অশান্তির আঁচ নদিয়াতেও। রাজ্যের শেষ দফার ভোট মিটতে না মিটতেই নদিয়ায় খুন হলেন এক বিজেপিকর্মী। মৃত বিজেপি কর্মীর নাম হাফিজুল শেখ। অভিযোগ, দুষ্কৃতীরা পরপর দুটি গুলি করে তাঁকে খুন করার পরে নৃশংসভাবে হাফিজুলের মাথা কেটে নিয়ে চলে যায়।

জানা গিয়েছে, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ঠিক আগে হাফিজুলের নেতৃত্বে এলাকার সংখ্যালঘুরা বিজেপিতে যোগ দিয়েছিলেন। লোকসভা নির্বাচনের আবহে ওই এলাকায় বিজেপি বেশ ভালো ভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল বলেই মত প্রত্যক্ষদর্শীদের। আর তার পরিণাম হিসেবেই হাফিজুলকে খুন করা হয়েছে বলে দাবি বিজেপির।

আরও পড়ুন: Horoscope Today: কর্কটের বিদেশভ্রমণ, কন্যার প্রেম, তুলার আর্থিকলাভ! জেনে নিন, আজ কেমন কাটবে আপনার দিন…

ইতিমধ্যেই মৃত হাফিজুলের পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তর দাবি করা হয়েছে। একই সঙ্গে ঘটনায় জড়িত প্রায় ১০ থেকে ১১ জনের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করা হয়েছে। বিজেপি কর্মী হাফিজুলের খুনের ঘটনায় অভিযোগের তির রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে বলেই জানিয়েছেন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *