Bus Service In Kolkata,বাস কম, মিনিবাস নেই, ভোটের শহরে যেন বন্‌ধ – bus service not available in kolkata in day of seventh phase lok sabha election


এই সময়: শনিবার, রাজ্যে লোকসভা নির্বাচনের শেষ দফায় কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মোট ৯টি আসনে ভোটের জন্য শহরের প্রায় ৬৫ শতাংশ বেসরকারি বাস তুলে নেওয়া হয়েছিল। তাতে বেকায়দায় পড়েন সাধারণ মানুষ। শুধু বাস নয়, ভোটের কাজের জন্য নেওয়া হয়েছে অ্যাপ ক্যাব-ও।যার জেরে গত কয়েক দিন বাড়ি থেকে কাজের জায়গায় যাতায়াতের জন্য ব্রেক জার্নি করতে গিয়ে গুনতে হয়েছে মোটা টাকা। এবং শনিবার, ভোটের দিন এই অবস্থা চরমে পৌঁছয়। এ দিন সকালের দিকে রাস্তায় গুটি কতক সরকারি-বেসরকারি বাসের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোও কমতে থাকে। কলকাতার গণ পরিবহন ব্যবস্থাটাই হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কেন্দ্রিক।

কলকাতার দু’টি লোকসভা আসনের সঙ্গে এই দফায় ভোট ছিল দুই ২৪ পরগনার সাত কেন্দ্রে। ফলে, টান পড়েছে বাসে। ভোটের জন্য এ বার বিভিন্ন রুটের বাসের সঙ্গে শহরের সব মিনি বাস-ই তুলে নিয়েছে প্রশাসন। যে সব বেসরকারি বাস ভোটের কাজে নেওয়া হয়নি, সেগুলোর একাংশ আবার ভোটের কারণ দেখিয়ে এ দিন পথে নামেনি— ভোটের দিন আর ক’জনই বা বেরোবেন, এমন মানসিকতা থেকে।

ফলে গড়িয়া থেকে শ্যামবাজার, সর্বত্রই একটা বাস পেতে অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। কম নেমেছে সরকারি বাসও। এ সবের ফলে পথে নেমে নাস্তানাবুদ হতে হয়েছে আমজনতাকে। এ দিন কাজে বেরোনো লোকজনের একটা বড় অংশকে নির্ভর করতে হয়েছে অটোরিকশা ও মেট্রো রেলের উপর। তবে বহু রুটে অটোরিকশাও ছিল খুবই কম। বেশ কিছু জায়গায় একই রকম কম ছিল ট্যাক্সির সংখ্যাও।

ভোটের আগে যান-হীন শহরে দুর্ভোগে নিত্যযাত্রীরা

অল ইন্ডিয়া বাস-মিনিবাস সমন্বয় সমিতির প্রধান রাহুল চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘ভোটের ফল প্রকাশ হওয়ার পর গণ পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হবে।’ কোভিড-পর্বের পর পেট্রল-ডিজে়লের দাম বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে বাস মালিকদের ভাড়া বাড়ানোর দাবি রাজ্য সরকার নাকচ করে দেওয়ায় শহরের বেসরকারি বাসের সংখ্যা এমনিতেই কমছিল।

আবার বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে ধাপে ধাপে শহর থেকে ১৫ বছর বয়স্ক বাস তুলে নেওয়া হয়েছে। তবে যত পুরোনো বাস উঠে গিয়েছে, সেই তুলনায় নতুন বাস রাস্তায় নেমেছে খুবই কম। এই পরিস্থিতির মধ্যেই ভোটের জন্য মে মাসের গোড়ায় ৪০০টি বাস কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমকে তুলে দিতে হয়েছে নির্বাচন কমিশনের হাতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *